• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সুইস ব্যাংকে বেড়েছে বাংলাদেশিদের টাকা

    সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ আবারো বেড়েছে। ২০১৮ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৩ কোটি টাকা। জমাকৃত এ টাকার পরিমাণ দেশের কমপক্ষে ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।

    ২০১৭ সালে এর পরিমাণ ছিল চার হাজার ১৩৯ কোটি টাকা। এ হিসাবে বছরে এক হাজার ২৩৪ কোটি টাকা বেড়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব গোপন রেখেছে- এমন বাংলাদেশিদের জমা রাখা অর্থ এই হিসাবের মধ্য রাখা হয়নি। এছাড়া গচ্ছিত সোনা কিংবা মূল্যবান সামগ্রীর আর্থিক হিসাবও বাইরে রাখা হয়েছে।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সাল পর্যন্ত টানা ছয় বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ে। ২০১৭ সালে খানিকটা কমলেও ২০১৮ সালে এসে তা আবারো বেড়েছে।

    অপরদিকে সুইস ব্যাংকে বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের আমানতও বেড়েছে। এতে এ বছরও বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে সুইস ব্যাংকে সারা বিশ্বের আমানত রাখা কমেছে। আগামী বছরে ২০১৯ সালের রিপোর্ট প্রকাশিত হবে।

    মৌসুমি ঝড়ের প্রভাবে জাপান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

    জাপানের দক্ষিণের দ্বীপ কিয়ুশুর পূর্ব উপকূলের অদূরের একটি মৌসুমি নিম্নচাপ মৌসুমি ঝড়ে উন্নীত হওয়ায় সেটি দেশের বেশিরভাগ অঞ্চলের উপর ভারী বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে।

    জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, দেশজুড়ে বিস্তৃত একটি আবহাওয়া পরিস্থিতির দিকে উষ্ণ, আর্দ্র বায়ু ধাবিত হওয়ায় দেশের পশ্চিম অংশের কানসাই অঞ্চলের উপর বৃষ্টি-মেঘের সৃষ্টি হয়েছে।

    জাপান সাগরের অদূরের আরেকটি নিম্নচাপ ব্যবস্থা’সহ এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তরের দিকে অগ্রসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে যা একটি বিস্তৃত এলাকা জুড়ে আবহাওয়ার অবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। আজ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম জাপানে এবং আগামীকাল পুরো দিন উত্তরপূর্ব ও পূর্ব জাপানে বৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে বজ্র-বৃষ্টিও হতে পারে।