• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ২০২০ অলিম্পিকের বাঁছাই পর্বে খেলার লক্ষ্য নির্ধারণ ৩৭ জন শরণার্থীর: আইওসি

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ৩৭ জন শরণার্থীর একটি তালিকা প্রকাশ করেছে যাদেরকে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে এবং কমিটি আশা করছে, আগামী বছরের টোকিও গেমসে তারা খেলার যোগ্যতা অর্জন করবেন।

    আইওসি’র প্রেসিডেন্ট থমাস বাক বৃহস্পতিবার সুইস শহর লজান’এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শরণার্থীদের এই গ্রুপ ২০১৬ সালে রিও ডে জানেইরো’র ১০ সদস্যের দলের চেয়ে বড় হবে।

    তিনি এও বলেন, রিও গেমসে অংশগ্রহণ করা ১০ জন সহ এই ৩৭ জন খেলোয়াড়কে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থীরাও রয়েছেন।

    তারা আন্তর্জাতিক মানদণ্ড পূরণের জন্য বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে আগামী বছরের জুন মাসের বাঁছাই পর্বের খেলায় যোগ্যতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন।

    জাপানের ব্যবসায়িক মনোভাবের অবনতি

    বিশ্লেষকরা, ব্যাংক অফ জাপানের ত্রৈমাসিক তানকান জরীপে পরপর ২য় বারের মত বৃহদাকারের নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক মনোভাব দুর্বল বলে প্রতীয়মান হয়েছে বলে অনুমান করছেন।

    প্রায় ১০ হাজার কোম্পানির নির্বাহীরা দেশের অর্থনীতি নিয়ে কিধরণের মনোভাব পোষণ করছে তা পরিমাপ করে তানকান তৈরি করা হয়।

    আগামী ১লা জুলাই জরীপের ফলাফল প্রকাশের আগে ১৪টি বেসরকারি খাতের সংস্থার বিশ্লেষকরা তাঁদের পূর্বাভাষ প্রকাশ করেন। এগুলোর মধ্যে ১৩টি ব্যবসায়িক মনোভাবের অবনতি ঘটেছে বলে ধারণা করছেন।

    বিশ্লেষকরা, পূর্ববর্তী ত্রৈমাসিকে ব্যাংক অফ জাপানের জরীপে ১২ পয়েন্ট রেকর্ড করা হলেও এবার বৃহদাকারের নির্মাতা কোম্পানিগুলোর এই সূচক ৭ থেকে ১২র মধ্যে হবে বলে অনুমান করছেন।

    তাঁরা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের ফলে রপ্তানি হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেন।

    তাঁরা অপর কারণ হিসেবে, চীনের বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের পর ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাতা কোম্পানিগুলোর উদ্বেগ বলে উল্লেখ করেন।