• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি করেছে ফেসবুক!

    ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় দূর্নীতির সঙ্গে যুক্ত। ফেসবুকে ১০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে, যা ফেসবুকের মোট গ্রাহকের ৫০শতাংশ। এমন দাবি করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সহপাঠী অ্যারন গ্রিনস্প্যান।

    সম্প্রতি অ্যারন গ্রিনস্প্যান ‘রিয়েলিটি চেক’ নামে ৭০ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছেন। ওই রিপোর্টে তিনি বলেছেন, ভুয়া অ্যাকাউন্ট নিয়ে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের, তা এতদিন পরিষ্কার করে জানায়নি ফেসবুক।

    তিনি ওই রিপোর্টে আরো জানান, ‘ফেসবুকের যত প্রোফাইল রয়েছে তার ৫০ শতাংশই ভুয়া। ওইসব নকল প্রোফাইলের মাধ্যমে ফেসবুকের অনেক গ্রাহকই প্রতারিত হয়েছে, নকল খবর ছড়িয়েছে, বিভিন্ন দেশের প্রশাসনও এর ফাঁদে পড়েছে।’

    তবে গ্রিনস্প্যানের সমস্ত অভিযোগ অস্বীকার করে ফেসবুক জানায়, অ্যারন গ্রিনস্প্যান দাবি মিথ্যা।

    ফেসবুক আরো জানায়, মাত্র ৩ থেকে ৪ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে, যা গ্রিনস্প্যানের হিসাবের অনেক কম। এই নিয়ে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি প্রতিবেদনও লেখেন।

    সেখানে মার্ক জানান, ‘ফেসবুকে এখনও কিছু খারাপ কনটেন্ট রয়েছে। তবে এর জন্য দায়ী কিছু মানুষ এবং ফেসবুকের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সিস্টেমের গোলযোগ। আমাদের সিস্টেমকে আরও শক্তিশালী করা হচ্ছে।’

    গ্রিনস্প্যান একজন ফেসবুক সমালোচক বলেই পরিচিত। এর আগে তিনি নিজেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা বলে দাবি করেছিলেন। মার্ক জাকারবার্গের বন্ধু গ্রিনস্প্যান ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত একই স্কুলে একসঙ্গে পড়তেন।

    গ্রিনস্প্যানের দাবি, ২০০৪ সালে হার্ভার্ডে থাকাকালীন তিনি প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চালু করেন। পরে সেটারই নকল করে মার্ক ফেসবুক নিয়ে আসেন।

    জাপানের কাছে এইজিস ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করেছে মার্কিন প্রশাসন

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন জাপানের কাছে প্রায় ২১৫ কোটি ডলার মূল্যে নতুন ভূমি ভিত্তিক এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।

    প্রশাসন মঙ্গলবার জানায়, তারা জাপানের কাছে দু’টি এইজিস অ্যাশর ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে।

    বিবৃতিতে বলা হয়, জাপানকে শক্তিশালী ও কার্যকর আত্মরক্ষা ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করাটা মির্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

    এতে বলা হয়, উল্লেখিত ব্যবস্থার প্রস্তাবিত বিক্রয়ের ফলে অঞ্চলটিতে মৌলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন হবে না।

    জাপান উত্তর-পূর্বাঞ্চলীয় আকিতা’র শহরগুলোতে অবস্থিত আত্মরক্ষা বাহিনী’র প্রশিক্ষণ শিবিরগুলোতে এবং পশ্চিমাঞ্চলীয় ইয়ামাগুচি জেলার হাগিতে এই ব্যবস্থা স্থাপনের বিষয়টি বিবেচনা করছে।

    এই বিক্রির জন্য চূড়ান্তভাবে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

    গত নভেম্বরে ট্রাম্প প্রশাসন জাপানের কাছে ৫৬ কোটি ১০ লাখ ডলারে ১৩টি নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এসএম-থ্রি ব্লক টুএসহ ২১টি ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করে।