• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • যুক্তরাষ্ট্রে ইসলাম গ্রহণকারী নারী সাংবাদিক গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রের একটি আদালত শুক্রবার ইরানি টেলিভিশনের এক নারী সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। একটি মামলায় সাক্ষ্য প্রদানের জন্য তাকে আটক করা হয়েছে। তবে তিনি ওই অপরাধের সঙ্গে জড়িত নন বলে খবরে বলা হয়েছে। এএফপি।

    ইরানি বংশোদ্ভুত সাংবাদিক মার্জিয়া হাশেমি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ইরানের ইংলিশভাষী চ্যানেল প্রেস টিভির উপস্থাপিকা।

    এছাড়া হাশেমি একজন ইরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এবং মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে দুদেশের মধ্যে চরম উত্তেজনা চলছে।

    ওয়াশিংটনে এক শুনানীতে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার প্রধান বিচারক বেরিল হোয়েল রায়ে বলেন, হাশেমিকে ওয়াশিংটনের একটি মামলার হুলিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

    রায়ে তার আগের নাম মেলানি ফ্রাঙ্কলিন উল্লেখ করা হয়। ‘যুক্তরাষ্ট্রের ফৌজদারী আইন লংঘনের’ একটি মামলায় গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেয়া শেষে তাকে ছেড়ে দেয়া হবে।

    রায়ে আরো বলা হয়, ‘ফ্রাঙ্কলিনের পক্ষে একজন এটর্নী নিয়োগ দেয়া হয়েছে এবং তাকে কোন অপরাধে অভিযুক্ত করা হয়নি।’

    প্রেস টিভি জানিয়েছে, হাশেমিকে রবিবার সেন্ট লুইস বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।

    এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বুধবার বলেন, ‘মার্জিয়া হাশেমির গ্রেপ্তার একটি অগ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ এবং মার্কিন কর্তৃপক্ষের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে পদদলিত করার প্রমাণ।’

    জাপানের রাডারের নতুন প্রমাণ

    জাপানের প্রতিরক্ষামন্ত্রনালয়, গতমাসে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজের গোলা নিয়ন্ত্রণ রাডার জাপানের একটি প্রহরা বিমানকে লক্ষ্যবস্তু করার দাবিকে সমর্থন করা নতুন প্রমাণ প্রকাশ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে।

    মন্ত্রণালয়, গোলা নিয়ন্ত্রণ রাডার শনাক্তকরণের সময় একটি বৈশিষ্ট্যপূর্ণ শব্দ শোনা যায় বলে জানায়।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আত্মরক্ষা নৌবাহিনীর বিমানে ধারণকৃত অব্যাহত উঁচু শব্দ থেকে গোলা নিয়ন্ত্রণ রাডারের রেডিও সংকেত শনাক্তকরণের আভাষ পাওয়া যায় বলে উল্লেখ করেন।

    উক্ত ঘটনা নিয়ে মত বিনিময় করতে গত সোমবার দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন।

    জাপান, উভয় দেশের রেডিও তরঙ্গের উপাত্ত উপস্থাপনের প্রস্তাব দিলেও দক্ষিণ কোরিয়া রাজি হয়নি। পরে দক্ষিণ কোরিয়ার একজন মুখপাত্র, প্রস্তাবটিকে অত্যন্ত অপমানজনক বলে অভিহিত করেন।

    প্রতিরক্ষামন্ত্রনালয়, নতুন প্রমাণের মাধ্যমে গোপনীয় সামরিক উপাত্ত শনাক্তকরণের বিষয়ে জাপানের অবস্থানের বৈধতা দেবে বলে উল্লেখ করে।

    মন্ত্রণালয় দ্রুত হলে আগামী সপ্তাহে, উক্ত প্রমাণ জনসমক্ষে প্রকাশের প্রস্তুতি গ্রহণ করছে।