• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কুরআন হাতে নিয়ে শপথ নিলেন প্রথম মুসলিম কংগ্রেসওম্যান রাশিদা

    ফিলিস্তিনি-আমেরিকান প্রথম মুসলিম কংগ্রেসওম্যান হিসেবে কুরআন হাতে নিয়ে শপথ নিলেন রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসে যে দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন রাশিদা তাদের একজন। বৃহস্পতিবার কংগ্রেসে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

    মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেট প্রতিনিধি তার মায়ের হাতে সেলাই করা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পড়ে শপথ নেন। এদিন রাশিদা কুরআনে হাত রেখে শপথ নেন। ১৭৩৪ সালে ইংরেজি অনুবাদ করা ওই কুরআনের মালিক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট জেফারসনের কুরআনটি কংগ্রেসের লাইব্রেরিতেই সংরক্ষিত ছিল।

    কুরআন নিয়ে শপথের বিষয়ে রাশিদা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক মার্কিনি মনে করেন যে ইসলাম মার্কিন ইতিহাসে বহিরাগত, কিন্তু মুসলিমরা শুরু থেকেই এখানে ছিল।
    তিনি বলেন, আমার অস্তিত্ব এমনকি আমার মুসলিম বিশ্বাস, তাদের জন্য সমস্যার কারণ হবে, সেটা কুরআন নিয়ে বা ছাড়া শপথ করলেও।

    এর আগে ২০০৭ সালে কুরআন হাতে শপথ নেন প্রথম মুসলিম কংগ্রেসম্যান কিথ এলিসন। তবে এরপরই চরম ডানপন্থীদের সমালোচনার শিকার হন তিনি।

    রাশিদার সঙ্গে বৃহস্পতিবার আরও একজন মুসলিম নারী কুরআনে হাত রেখে শপথ নেন। তিনি হচ্ছেন মিনেসোটা থেকে নির্বাচিত ইলহান ওমর। তারা দুজনই হচ্ছে প্রথম মুসলিম নারী যারা কংগ্রেসওম্যান নির্বাচিত হয়েছেন।

    কিয়োতোতে নববর্ষের পুষ্প সজ্জা

    জাপানের একটি নেতৃস্থানীয় ইকেবানা বা পুষ্প সজ্জা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কিয়োতোতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছেন।

    ইকেবানা বা পুষ্প সজ্জা বিদ্যালয়টিতে, চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত স্থায়ী হওয়া মুরোমাচি যুগ থেকে নববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে আসা হচ্ছে।

    আজ আয়োজিত অনুষ্ঠানে, সারাদেশের প্রায় প্রায় ১ হাজার ৫শ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

    এঁদের মধ্যে ৩৬ জন ঐতিহ্যবাহী কিমোনো পরিধান করে জাপানী পুষ্প সংস্কৃতির জন্মস্থান রোক্কাকুদো মন্দির পরিদর্শন করেন।

    তাঁরা, গোলাপ ও অন্যান্য ফুল ব্যবহার করে পুষ্প সজ্জা তৈরি করেন।

    বিদ্যালয়ের পরবর্তী প্রধান সেনকো ইকেনোবোও, ভাল এবং শান্তিপূর্ণ বছরের জন্য প্রার্থনার পাশাপাশি পুষ্প সজ্জা তৈরি করেন।

    প্রথমবারের মত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনৈক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নিজেও একই রকমভাবে বেড়ে ওঠার আশাবাদ পোষণ করে পুষ্প সজ্জার জন্য সোজা এবং দীর্ঘ একটি ডাল ব্যবহার করেন বলে জানান।

    ছাত্রীটি, নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম করবেন বলে উল্লেখ করেন।