কিয়োতোতে নববর্ষের পুষ্প সজ্জা

জাপানের একটি নেতৃস্থানীয় ইকেবানা বা পুষ্প সজ্জা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কিয়োতোতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছেন।

ইকেবানা বা পুষ্প সজ্জা বিদ্যালয়টিতে, চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত স্থায়ী হওয়া মুরোমাচি যুগ থেকে নববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে আসা হচ্ছে।

আজ আয়োজিত অনুষ্ঠানে, সারাদেশের প্রায় প্রায় ১ হাজার ৫শ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

এঁদের মধ্যে ৩৬ জন ঐতিহ্যবাহী কিমোনো পরিধান করে জাপানী পুষ্প সংস্কৃতির জন্মস্থান রোক্কাকুদো মন্দির পরিদর্শন করেন।

তাঁরা, গোলাপ ও অন্যান্য ফুল ব্যবহার করে পুষ্প সজ্জা তৈরি করেন।

বিদ্যালয়ের পরবর্তী প্রধান সেনকো ইকেনোবোও, ভাল এবং শান্তিপূর্ণ বছরের জন্য প্রার্থনার পাশাপাশি পুষ্প সজ্জা তৈরি করেন।

প্রথমবারের মত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনৈক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নিজেও একই রকমভাবে বেড়ে ওঠার আশাবাদ পোষণ করে পুষ্প সজ্জার জন্য সোজা এবং দীর্ঘ একটি ডাল ব্যবহার করেন বলে জানান।

ছাত্রীটি, নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম করবেন বলে উল্লেখ করেন।