জাপানের কাছে এইজিস ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করেছে মার্কিন প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন জাপানের কাছে প্রায় ২১৫ কোটি ডলার মূল্যে নতুন ভূমি ভিত্তিক এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
প্রশাসন মঙ্গলবার জানায়, তারা জাপানের কাছে দু’টি এইজিস অ্যাশর ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, জাপানকে শক্তিশালী ও কার্যকর আত্মরক্ষা ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করাটা মির্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।
এতে বলা হয়, উল্লেখিত ব্যবস্থার প্রস্তাবিত বিক্রয়ের ফলে অঞ্চলটিতে মৌলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন হবে না।
জাপান উত্তর-পূর্বাঞ্চলীয় আকিতা’র শহরগুলোতে অবস্থিত আত্মরক্ষা বাহিনী’র প্রশিক্ষণ শিবিরগুলোতে এবং পশ্চিমাঞ্চলীয় ইয়ামাগুচি জেলার হাগিতে এই ব্যবস্থা স্থাপনের বিষয়টি বিবেচনা করছে।
এই বিক্রির জন্য চূড়ান্তভাবে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
গত নভেম্বরে ট্রাম্প প্রশাসন জাপানের কাছে ৫৬ কোটি ১০ লাখ ডলারে ১৩টি নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এসএম-থ্রি ব্লক টুএসহ ২১টি ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করে।