• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বাবা-মায়ের দ্বায়িত্বজ্ঞানহীনতায় বনে হারিয়ে গেল সন্তান

    মাত্র সাত বছর বয়সী ছেলেকে শাস্তি দিতে চেয়েছিলেন এক জাপানি দম্পতি। এর জন্য হোক্কাইডোর নির্জন বনের মধ্যে ছেড়ে আসেন ছেলেকে। আর এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
    খারাপ ব্যবহার করায় ছেলেকে শাস্তি দিতে চেয়েছিলেন ওই দম্পতি। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করতে দিতে গিয়ে দুই দিন পার হয়ে যাওয়ার পরও ছেলের হদিস পাওয়া যাচ্ছে না।
    বনের যে এলাকায় শিশুটি হারিয়ে গেছে সেখানে বুনো ভালুকের আবাস রয়েছে।
    শিশুটিকে খুঁজে বের করতে জরুরি বিভাগের কয়েকশ কর্মী বনের ওই এলাকাটিতে তল্লাশি চালাচ্ছে। অনেক সময় পরও শিশুটি বন থেকে ফিরে না আসায় ওই দম্পতি প্রথমে পুলিশকে গিয়ে জানায়। তবে এসময় পুলিশকে মিথ্যা কথা বলে তারা। তারা বলে, সবজি সংগ্রহ করতে গিয়ে তাদের ছেলে বনে হারিয়ে গেছে।
    তবে এর একদিন পর তারা সত্য ঘটনা প্রকাশ করে। ওই বাবা-মা বলেন ছেলেকে ভদ্রতা শেখাতে শাস্তি দিতে চেয়েছিলেন তারা।

    কর বৃদ্ধি পেছানোকে সমর্থন করতে কোমেইতোকে আবে আহ্বান

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার ক্ষমতাসীন শরিক জোটের প্রধানকে ভোগ কর বৃদ্ধি পেছানোর সিদ্ধান্তকে সমর্থন করতে অনুরোধ করেছেন।

    সোমবার আবে কোমেইতো পার্টি প্রধান নাৎসুও ইয়ামাগুচি’র সাথে বৈঠক করেন। এর আগে তিনি নিজ দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির ঊর্ধ্বতন নেতাদের সাথে এ ব্যাপারে বৈঠক করেছিলেন।

    প্রধানমন্ত্রী ইয়ামাগুচি’কে ব্যাখ্যা দিয়ে বলেন গ্রুপ ৭ ভুক্ত দেশ সমূহের নেতারা গত সপ্তাহে বিশ্ব অর্থনীতি একটি ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে অভিন্ন মত পোষণ করেছেন।

    তিনি বলেন জাপানের এখন প্রয়োজন এ ব্যাপারে সতর্ক থাকতে যথাযথ পদক্ষেপ গ্রহন।

    তিনি ইয়ামাগুচি’কে ভোগ কর ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবটি ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয়ার জন্যে সমর্থন প্রত্যাশা করেন।

    জাবাবে ইয়ামাগুচি বলেন তিনি দলের অন্যান্য সদস্যদের ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন। তিনি আরো বলেন তিনি এলডিপি’র সাথে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চান।