• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • আজ শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জামায়াতের

    জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে আজ বোরবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদ- বহালের আদেশ দেয়ার পরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন। ইতিমধ্যে নিজামীর মুক্তির জন্য শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও গতকাল শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। বিবৃতিতে বলা হয়, মাওলানা নিজামী শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরই নন, তিনি দেশের একজন জাতীয় নেতা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ইসলামী সমাজ কায়েমের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার দেশপ্রেম এবং পরিচ্ছন্ন ইমেজ সর্বমহলে স্বীকৃত। তিনি তার নির্বাচনী এলাকার জনগণের উন্নতি-অগ্রগতি প্রচেষ্টা চালিয়েছেন। দেশের জনগণ তাকে ভালবাসেন এবং তার মুক্তি চান। ষড়যন্ত্রের পথ পরিহার করে কালবিলম্ব না করে তাকে মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে ঘোষিত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ওলামায়ে-কেরাম ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে হরতালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ঔষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

    আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি নবায়নের ক্ষেত্রে জাপানের পুনর্বিবেচনা করা উচিতঃ ইশিবা

    প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ একজন অভিজ্ঞ জাপানি আইনপ্রণেতা বলেছেন জাপান যদি তার যুদ্ধ বিরোধী সংবিধান সংশোধন করে তবে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিকে পুনর্বিবেচনা করা উচিত।

    “বিষয়টি নিয়ে জরুরি ভাবে বিবেচনা করা উচিত” শিগেরু ইশিবা বলেন। তিনি প্রধানমন্ত্রী শিনজো আবে’র মন্ত্রী সভার একজন সদস্য। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করার ক্ষেত্রে নিরাপত্তা চুক্তি এবং স্ট্যাটাস অফ ফোর্স এগ্রিমেন্ট পর্যালোচনা করার উপদেশ দেন।

    ১৯৬০ সালের চুক্তি পরিবর্তনে আবে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত না নেয়ায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েছেন।

    নিরাপত্তা চুক্তি অনুসারে কেবলমাত্রা আমেরিকা জাপানের প্রতিরক্ষায় দায়বদ্ধ।

    আবে সরকারের বক্ত বক্তব্য হচ্ছে, মিত্রবাহিনীর সুরক্ষায় জাপানের সেনাবাহিনী ব্যবহারের আইন সংশোধনটি প্রয়োজনীয় ছিলো -ইশিবা বলেন।

    যদি সংবিধান সংশোধন করাই হয় তবে জাপানের অবশ্য নিরাপত্তা চুক্তি এবং জাপানে মার্কিন বাহিনীর কার্যক্রম পরিচালনাকারী দ্বিপাক্ষিক সমঝোতা পুর্নবিবেচনা করা উচিত।