আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি নবায়নের ক্ষেত্রে জাপানের পুনর্বিবেচনা করা উচিতঃ ইশিবা

প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ একজন অভিজ্ঞ জাপানি আইনপ্রণেতা বলেছেন জাপান যদি তার যুদ্ধ বিরোধী সংবিধান সংশোধন করে তবে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিকে পুনর্বিবেচনা করা উচিত।

“বিষয়টি নিয়ে জরুরি ভাবে বিবেচনা করা উচিত” শিগেরু ইশিবা বলেন। তিনি প্রধানমন্ত্রী শিনজো আবে’র মন্ত্রী সভার একজন সদস্য। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করার ক্ষেত্রে নিরাপত্তা চুক্তি এবং স্ট্যাটাস অফ ফোর্স এগ্রিমেন্ট পর্যালোচনা করার উপদেশ দেন।

১৯৬০ সালের চুক্তি পরিবর্তনে আবে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত না নেয়ায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েছেন।

নিরাপত্তা চুক্তি অনুসারে কেবলমাত্রা আমেরিকা জাপানের প্রতিরক্ষায় দায়বদ্ধ।

আবে সরকারের বক্ত বক্তব্য হচ্ছে, মিত্রবাহিনীর সুরক্ষায় জাপানের সেনাবাহিনী ব্যবহারের আইন সংশোধনটি প্রয়োজনীয় ছিলো -ইশিবা বলেন।

যদি সংবিধান সংশোধন করাই হয় তবে জাপানের অবশ্য নিরাপত্তা চুক্তি এবং জাপানে মার্কিন বাহিনীর কার্যক্রম পরিচালনাকারী দ্বিপাক্ষিক সমঝোতা পুর্নবিবেচনা করা উচিত।