কর বৃদ্ধি পেছানোকে সমর্থন করতে কোমেইতো‘কে আবে‘র আহ্বান
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার ক্ষমতাসীন শরিক জোটের প্রধানকে ভোগ কর বৃদ্ধি পেছানোর সিদ্ধান্তকে সমর্থন করতে অনুরোধ করেছেন।
সোমবার আবে কোমেইতো পার্টি প্রধান নাৎসুও ইয়ামাগুচি’র সাথে বৈঠক করেন। এর আগে তিনি নিজ দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির ঊর্ধ্বতন নেতাদের সাথে এ ব্যাপারে বৈঠক করেছিলেন।
প্রধানমন্ত্রী ইয়ামাগুচি’কে ব্যাখ্যা দিয়ে বলেন গ্রুপ ৭ ভুক্ত দেশ সমূহের নেতারা গত সপ্তাহে বিশ্ব অর্থনীতি একটি ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে অভিন্ন মত পোষণ করেছেন।
তিনি বলেন জাপানের এখন প্রয়োজন এ ব্যাপারে সতর্ক থাকতে যথাযথ পদক্ষেপ গ্রহন।
তিনি ইয়ামাগুচি’কে ভোগ কর ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবটি ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয়ার জন্যে সমর্থন প্রত্যাশা করেন।
জাবাবে ইয়ামাগুচি বলেন তিনি দলের অন্যান্য সদস্যদের ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন। তিনি আরো বলেন তিনি এলডিপি’র সাথে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চান।