চিলির ভূমিকম্প থেকে জাপানে ৮০ সেঃমিঃ সুনামির আঘাত
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৮০ সেন্টিমিটার উচ্চতার ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। মধ্য চিলি'তে ভূমিকম্প আঘাত হানার পরদিন জাপানে সুনামি আঘাত হানে।
৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি উত্তর-পূর্ব জাপানের ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরে আঘাত হানে এবং হোক্কাইদো'র এরিমো'তে সুনামির উচ্চতা ছিলো ৫০ সেন্টিমিটার, ইবারাকি প্রিফেকচারের ওয়ারাই'তে সুনামির উচ্চতা ছিলো ৪০ সেন্টিমিটার। এ ছাড়া উত্তর-পূর্ব জাপানের অন্যান্য স্থানে সুনামির উচ্চতা ছিলো ৩০ সেন্টিমিটার পর্যন্ত।
তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া বিভাগ আগেই হোক্কাইদো'র পূর্বাঞ্চল, উত্তর জাপা
Read More
**-------------**------------**