প্রাকৃতিক বিপর্যয়ের বিবেচনায় টোকিও বিশ্বের ২য় ঝুঁকিপূর্ণ শহর

প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনায় টোকিও হলো বিশ্বের ২য় ঝুঁকিপূর্ণ শহর, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হচ্ছে তাইপে। জানিয়েছে লন্ডন ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি লয়েড’স।

যেসব কারণে টোকিও’কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে, ভূমিকম্প, বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ অথবা বাজার বিপর্যয়, পারমাণবিক দুর্ঘটনা এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট হুমকি।

লয়েড’স এর শহর ঝুঁকি সূচক ২০১৫-২০২৫ এ উল্লেখ করা হয়েছে প্রাকৃতিক এবং মানব-সৃষ্ট দুর্যোগ থেকে জাপান ৩৯ লক্ষ কোটি ইয়েন বা ৩২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ হারাতে পারে।

প্রতিবেদনে বিশ্বের ৩০১টি শহরের প্রাকৃতিক ও মানব-সৃষ্ট বিপর্যয়ের ঝুঁকির কথা উল্লেখ করা হয়।

বিগত দুর্যোগের তথ্য প্রক্রিয়াকরণ এবং ভবিষ্যতের সম্ভাব্য হুমকিকে কম্পিউটার সফফটওয়্যারের মাধ্যমে সিমুলেশনে প্রতিপাদন করা হয়। সূচকে ১৮টি ঝুঁকি বিবেচনায় আনা হয়। যার মধ্যে আছে, ভূমিকম্প, বন্যা, মহামারি, আগ্নেয়গিরির তৎপরতা, সুনামি এবং খরা সাথে রয়েছে বাজার বিপর্যয়, তেলের মূল্য, সাইবার হামলা, সার্বোভৌমত্ব, পারমাণবিক দুর্ঘটনা এবং সন্ত্রাসী হামলা ইত্যাদি।

জাপানের ১৩টি শহর এই প্রতিবেদনের আওতায় এসেছে। টোকিও অর্থনৈতিক দিক থেকে শীর্ষে রয়েছে, এরপর আছে ওসাকা। বিশ্ব র‌্যাংকিং এ ওসাকা বিশ্বের ৮ম ঝুঁকিপূর্ণ শহর। ইয়োকোহামা জাপানের ৪র্থ ঝুঁকিপূর্ণ শহর।

প্রতিবেদনে বলা হয় বিশ্বে দুর্যোগের ক্ষেত্রে টোকিও দ্বিতীয় স্থানে রয়েছে।

জাপানে আগামী এক দশকে বড় ঝুঁকির ক্ষেত্র গুলো হচ্ছে বন্যা, সুনামি, তেলের মুল্য, বিদ্যুৎ গোলোযোগ এবং সৌরঝড়। ঝুঁকির মুখে থাকা দেশ হিসেবে জাপানের অবস্থান ১০।