জাপানের হাই স্কুলের শিক্ষার্থীরা রাজনীতিতে সক্রিয় হতে পারবে
কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা থাকার পর জাপানের হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত হওয়ার অনুমতি দেয়া হচ্ছে। গত জুন মাসে ভোট দানের সর্বনিম্ন বয়সসীমা ২০ থেকে কমিয়ে ১৮তে আনার পর স্কুলের গাইডলাইনে এই পরিবর্তন আনা হচ্ছে।
৪৬ বছরের মধ্যে প্রথমবারের মতো স্কুল গাইডলাইনে রাজনীতিকে অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটছে।
রাজনীতিতে ছাত্রছাত্রীরা সক্রিয় হতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করার উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রাজনীতিতে যুক্ত হওয়া যাবে।
খসড়া প্রস্তাবে শিক্ষাকে নিরপেক্ষ রাখতে শিক্ষকদেরকে কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
খসড়ায় বলা হয়েছে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রাজনীতিতে অংশ নিতে পারবে। স্কুল কর্তৃপক্ষ যদি মনে করেন সেটা স্কুলের কর্মকান্ডের জন্যে অন্তরায় হয়ে দাঁড়াছে সেক্ষেত্রে তারা এ ধরনের রাজনৈতিক সংশ্রবের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন।
১৯৬৯ সালে বর্তমানে প্রচলিত গাইডলাইনটি তৈরি করা হয়েছিলো। সে সময় বিশ্ববিদ্যালয় গুলোতে জাপান-মার্কিন নিরাপত্তা চুক্তি বিরোধীতা সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছিলো। এক পর্যায়ে শিক্ষার্থীরা চরমপন্থী আচরণের মাধ্যমে ব্যারিকেড দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার তৎপরতা চালায়।