• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪৭
    ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ধসে পড়া ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছ-এ পর্যন্ত   ১৩৪৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়বে। খবর আল জাজিরার।
    গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় পালু শহরটিতে সুনামিও আঘাত হানে।
    এ ঘটনায় পূর্বে ৮৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তখনই জানানো হয়, অনেকে নিখোঁজ ও অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাই মৃতের সংখ্যা যে বাড়বে এটা আগেই ধারণা করা হচ্ছিল। এ অবস্থায় বুধবার সেই সংখ্যা ১৩৪৭ ছাড়িয়ে যাওয়ার কথা জানানো হলো। একইসঙ্গে দুর্যোগপূর্ণ এলাকায় খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে।
    দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সকল মৃত্যুর ঘটনা ঘটেছে সুলাওয়েসি দ্বীপের রাজধানী পালুতে। পুরো শহর ভরে গেছে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ দিয়ে। উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছে।

    নতুন মন্ত্রীসভা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে তাঁর মন্ত্রীসভা রদবদল করে দশজনের বেশী সদস্যকে প্রথমবারের মত মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার পাশাপাশি মুখ্য কয়েকটি পদ অপরিবর্তিত রেখেছেন। গত মাসে আবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে পুনঃ নির্বাচিত হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়।

    অর্থমন্ত্রী তারো আসো, পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ও শিল্পমন্ত্রী হিরোশিগে সেকো এবং চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সহ ছয়জন মুখ্য মন্ত্রীকে তিনি বহাল রেখেছেন।

    নব নিযুক্তদের মধ্যে আছেন প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়াইয়া এবং আঞ্চলিক পুনরুজ্জীবন মন্ত্রী সাৎসুকি কাতাইয়ামা, যিনি হলেন নতুন মন্ত্রীসভার একমাত্র নারী সদস্য।