• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে সিফিলিস দ্রুত ছড়াচ্ছে

    জাপানে দ্রুত সিফিলিস রোগীর সংখ্যা বাড়ছে, অল্প বয়স্ক নারীদের মধ্যে এ রোগের প্রকোপ অধিক দেখা যাচ্ছে বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এর কারণ খুঁজতে একটি বিশেষ গবেষক টিম গঠন করেছে, যাতে যৌনবাহিত রোগ সংক্রমণটি ঠেকানোর উপায় বের করা সম্ভব হয়।

    তথ্য অনুসারে ডিসেম্বরের গোড়া পর্যন্ত সারা জাপানে এই রোগীর সংখ্যা ছিলো ৪,২৫৯ জন, আগের বছরের একই সময়ের তুলনায় এই রোগীর সংখ্যা বেড়ে গেছে ২,৪১২, এবং এক দশক আগের তুলনায় এই সংখ্যা দশ গুন।

    ধারণা করা হয় ব্যাকটেরিয়া বাহিত রোগটি বিপরীত লিঙ্গের সংসর্গ থেকে মূলতঃ বিস্তার লাভ করে। কিন্তু মা-থেকে-সন্তানের মধ্যে রোগটি ছড়ানো স্বাভাবিক ভাবে বিরল ঘটনা হলেও, জাপানে সেটিরও প্রাদুর্ভাব বাড়ছে।

    লাইফস্টাইল কাঁচা মরিচ শরীর স্লিম রাখবে

    সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে মোটা হওয়ার কোনা ভয় থাকে না। কারণ কাঁচা মরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে স্লিম থাকতে সাহায্য করে।
    যুক্তরাষ্ট্রের ওয়েমিং বিশ্ববিদ্যালয়ের এ গবেষণাটি আমেরিকার মেরিল্যান্ডে বাল্টিমোর বায়োফিজিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করা হয়।
    গবেষণা দলের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিবেক কৃষ্ণান জানান, কাঁচা মরিচের ক্যাপসাইসিন নামের বিশেষ উপাদানটি শরীরের ওজন বৃদ্ধিতে বাধা দেয়।
    তিনি আরো বলেন, ক্যাপসাইসিন নামের এই উপাদানটি নতুন করে ক্যালোরি উৎপাদনে বাধা সৃষ্টি করে। উচ্চ চর্বিযুক্ত খাদ্য গ্রহণের পর শরীরের চর্বি জমতেও বাধা দেয় এটি।
    কৃষ্ণান আরো জানান, সাদা চর্বি আমাদের দেহের কোষ জমা রাখে এবং বাদামী চর্বি কোষের ক্ষয় করে। ক্যালোরি সমৃদ্ধ খাদ্য এবং এর সঠিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে বিপাকযন্ত্র ভারসাম্য হারায়। যে কারণে শরীরের মেদ বাড়ে। খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে শরীরে মেদ রোধে সাহায্য করে ক্যাপসাইসিন যা পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে।