জাপানে সিফিলিস দ্রুত ছড়াচ্ছে

জাপানে দ্রুত সিফিলিস রোগীর সংখ্যা বাড়ছে, অল্প বয়স্ক নারীদের মধ্যে এ রোগের প্রকোপ অধিক দেখা যাচ্ছে বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এর কারণ খুঁজতে একটি বিশেষ গবেষক টিম গঠন করেছে, যাতে যৌনবাহিত রোগ সংক্রমণটি ঠেকানোর উপায় বের করা সম্ভব হয়।

তথ্য অনুসারে ডিসেম্বরের গোড়া পর্যন্ত সারা জাপানে এই রোগীর সংখ্যা ছিলো ৪,২৫৯ জন, আগের বছরের একই সময়ের তুলনায় এই রোগীর সংখ্যা বেড়ে গেছে ২,৪১২, এবং এক দশক আগের তুলনায় এই সংখ্যা দশ গুন।

ধারণা করা হয় ব্যাকটেরিয়া বাহিত রোগটি বিপরীত লিঙ্গের সংসর্গ থেকে মূলতঃ বিস্তার লাভ করে। কিন্তু মা-থেকে-সন্তানের মধ্যে রোগটি ছড়ানো স্বাভাবিক ভাবে বিরল ঘটনা হলেও, জাপানে সেটিরও প্রাদুর্ভাব বাড়ছে।