২১৫ পৌরসভার বেরকারি ফল : আওয়ামী লীগ ১৭২ বিএনপি ২২
সারাদেশে মোট ২৩৪টির মধ্যে ২১৫টি পৌরসভার বেসরকারি ফল এখন পর্যন্ত পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ ১৭২, বিএনপি ২২, জামায়াত ২ ও ২২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ২২৭টিতে ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যায় গণনা শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত করা হয়। এর মধ্যে ২২৬টির ফল ঘোষণা করা হয়। একটির নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এর আগে ৭টি পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২২৬টির মধ্যে নির্বাচিত হয়েছেন ঢাকার ধামরাইয়ে গোলাম কবির মোল্লা (নৌকা ১২৫১৯) তার প্রতিদ্বন্দ্বী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু (ধানের শীষ ১২৩৪৭), সাভারে বিজয়ী আব্দুল গণি (নৌকা ৩৫৬২৯) প্রতিদ্বন্দ্বী বদিরুজ্জামান বদি (ধানের শীষ ২৯১৫৮), টাঙ্গাইলে বিজয়ী জামিলুর রহমান (নৌকা ৪৯২১৩) প্রতিদ্বন্দ্বী মাহামুদুল হক (ধানের শীষ ২৫২৪৩), ধনবাড়ীতে বিজয়ী খন্দকার মঞ্জুরুল ইসলাম (নৌকা ১০৪৪৬) প্রতিদ্বন্দ্বী এসএম সুবহান (ধানের শীষ ৭০৬৭), মধুপুরে বিজয়ী মাসুদ পারভেজ (নৌকা ২২২৫৮) প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম (ধানের শীষ ৪৬৫৩), মির্জাপুরে বিজয়ী শাহাদত হোসেন (নৌকা ৯৫৮৪) প্রতিদ্বন্দ্বী হযরত আলী মিয়া (ধানের শীষ ৪৪৩২), ভূঞাপুরে বিজয়ী মাকুসদুল হক (নৌকা ৫৪৭১) প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক মন্ডল (ধানের শীষ ৫২৯৫), সখিপুরে বিজয়ী আওয়ামী লীগের আবু হানিফ আজাদ (নৌকা ৯৭১২) তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী সানার হোসেন সজীব (জগ ৫৩৯৫), গোপালপুরে নজরুল ইসলাম মোলান (ধানের শীষ ৪৯১৫) প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম বিমল (রেল ইঞ্জিন ৩৫৮৯), কালিহাতীতে বিজয়ী আলী আকবর (ধানের শীষ ৯৪১৯) প্রতিদ্বন্দ্বী আনসার আলী (নৌকা ৭৪৪৭), কিশোরগঞ্জে বিজয়ী পারভেজ মিয়া (নৌকা ২২৯৭৭) প্রতিদ্বন্দ্বী হাজী ইস্রাফিল (ধানের শীষ ১৭৮৫৯), কুলিয়ারচরে বিজয়ী আবুল হাসান কাজল (নৌকা ৯৩৪৫) প্রতিদ্বন্দ্বী হাজী সাফিউদ্দিন (ধানের শীষ ৭৫৬৬), হোসেনপুরে বিজয়ী আব্দুল কাইয়ুম খোকন (নৌকা ৪৮৯২) প্রতিদ্বন্দ্বী সৈয়দ হোসেন (আ. বি. জগ ৪৭৩৫), কটিয়াদীতে বিজয়ী শওকত ওসমান (নৌকা ১২৯৩৩) প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন খান (ধানের শীষ ৭৩৪৪), বাজিতপুরে বিজয়ী আনোয়ার হোসেন (নৌকা ১০৪৩০) প্রতিদ্বন্দ্বী এহেসান খুফিয়া (ধানের শীষ ৩৯৫৪), ভৈরবে বিজয়ী ফখরুল আলম (নৌকা ৩০৯৯৩) প্রতিদ্বন্দ্বী হাজী শাহিন (ধানের শীষ ১৯৯৫৩), করিমগঞ্জে বিজয়ী হাজী আব্দুল কাইয়ুম (আ.বি. জগ ১০১৪১) প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম মামুন (নৌকা ৪৫৯২), শিবচরে বিজয়ী আওলাদ হোসেন খান (নৌকা ১০১৩৭) প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন খান (নারিকেল গাছ ৪৯১) নড়িয়ায় বিজয়ী হায়দার আলী (নৌকা ৬১৫৮) প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম বাবু (নারিকেল গাছ ৪৪৬৫), ডামুড্যায় বাচ্চু ছৈয়াল (নৌকা ৪৯৬৩) প্রতিদ্বন্দ্বী আলমগীর মাতবর (ধানের শীষ ৩০২৬), ভেদরগঞ্জ বিজয়ী আব্দুল মান্নান হাওলাদার (নৌকা ৩৩৫৭) প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা (ধানের শীষ ১২৭১), চট্ট্রগ্রামের সীতাকুন্ডে বিজয়ী বদিউল আলম (নৌকা ১৪৮৩২) প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর (ধানের শীষ ২৯৪২), রাঙ্গুনিয়া বিজয়ী শাহজাহান শিকদার (নৌকা ১২৯৮৭) প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন (ধানের শীষ ২১৫৭), বারইয়ারহাটে বিজয়ী নিজাম উদ্দিন (নৌকা ৫৬৬৬) প্রতিদ্বন্দ্বী মাইনুদ্দিন লিটন (ধানের শীষ ৪৩৮), রাউজানে বিজয়ী দেবাশীষ পালিত (নৌকা ২৮১৬২) প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল হাসান (ধানের শীষ ২১২০ ), পটিয়া মীরসরাইয়ে বিজয়ী গিয়াস উদ্দিন (নৌকা ৭২৯৭) প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পারভেজ (ধানের শীষ ৪৭৫), সাতকানিয়ায় বিজয়ী মো. জুবায়ের (নৌকা ২০৫৪২) প্রতিদ্বন্দ্বী রফিকুল আলম (ধানের শীষ ২০৭৯), চান্দনাইশে বিজয়ী মাহবুবুল আলম (নৌকা ১১৫২১) প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব আলী (এলডিপি ২৫৭০), সন্দীপে বিজয়ী জাফরুল্লা টিটু (নৌকা ২০৬৯০) প্রতিদ্বন্দ্বী আজমত আলী বাহাদুর (ধানের শীষ ৪৪৬), বাঁশখালীতে বিজয়ী সেলিমুল হক (নৌকা ১৩৩৩০) প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম হুসাইনি (ধানের শীষ ৬৩৫০), আখাউড়ায় বিজয়ী তাকজিল খলিফা কাজল (নৌকা ১৪৬৯৯) প্রতিদ্বন্দ্বী হাজী মন্তাজ মিয়া (ধানের শীষ ৩০২৩), চান্দিনা বিজয়ী মফিজুল ইসলাম (নৌকা ১৮৯৭৭) প্রতিদ্বন্দ্বী শাহ মো. আলমগীর (ধানের শীষ ২৩৫৭), লাকসামে বিজয়ী আবুল খায়ের (নৌকা ১৮১৪৬) প্রতিদ্বন্দ্বী শাহনাজ আক্তার (ধানের শীষ ১০৬৮০), বরুড়ায় বিজয়ী জসিম উদ্দিন পাটোয়ারি (ধানের শীষ ১১৯১০), বাহাদুরুজ্জামান (নৌকা ৫৯৯৭) চৌদ্দগ্রামে বিজয়ী মিজানুর রহমান (নৌকা ১২৫০৮) প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন পাটোয়ারী (ইমাম) (আ.বি জগ) দাগনভূঁইয়া বিজয়ী ওমর ফারুক (নৌকা ১০৭১৪), বসুরহাটে বিজয়ী আব্দুল কাদের মির্জা (নৌকা ৯৪২১) প্রতিদ্বন্দ্বী কামাল আহমেদ চৌধুরী (ধানের শীষ ১৭৫৬), চৌমুহনীতে বিজয়ী আকতার হোসেন ফয়সাল (নৌকা ৭৩২৭) প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ হারুন (ধানের শীষ ৫৭৯৩), হাতিয়ায় বিজয়ী একেএম ইউসুফ আলী (নৌকা ৯৩৩২) প্রতিদ্বন্দ্বী সাইফুদ্দিন আহমেদ (জগ ৭২৬৪), রামগঞ্জে বিজয়ী আবুল খায়ের পাটোয়ারী (নৌকা ১৯৬৫৭) প্রতিদ্বন্দ্বী রুম্মন পাটোয়ারী (ধানের শীষ ২২০৯), রামগতিতে বিজয়ী মেজবাউদ্দিন (নৌকা ৯৮৬৭) প্রতিদ্বন্দ্বী আজাদ উদ্দিন চৌধুরী (লাঙল ১৬১১), রায়পুরে বিজয়ী ইসমাইল হোসেন (নৌকা ১৩৮৪৬) প্রতিদ্বন্দ্বী এবিএম জিলানী (ধানের শীষ ৬০৯), খাগড়াছড়িতে বিজয়ী মাটিরাঙ্গায় শামসুল হক (নৌকা ৭৩৩৬) প্রতিদ্বন্দ্বী বাদশা মিয়া (ধানের শীষ ৩৩৮৬), রাঙামাটিতে বিজয়ী আকবর হোসেন চৌধুরী (নৌকা ১৭৯৪৩) প্রতিদ্বন্দ্বী গঙ্গা মানিক চাকমা (নারিকেল গাছ ১০১৯৮), বান্দরবানে বিজয়ী ইসলাম বেবি (নৌকা ৮৭০৩) প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বিপ্লব (লাঙ্গল ৪৪৫৮), লামায় বিজয়ী জহিরুল ইসলাম (নৌকা ৬৬০৬) প্রতিদ্বন্দ্বী আমির হোসেন (ধানের শীষ ২৮৩৫), বরিশালের বেতাগীতে বিজয়ী এবিএম গোলাম কবির (নৌকা ২১৭৬) প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির (ধানের শীষ ১৫৬১), পাথরঘাটায় বিজয়ী আনোয়ার হোসেন আকন্দ (নৌকা ৬০৬৩) প্রতিদ্বন্দ্বী মল্লিক মোহাম্মাদ আইয়ুব (ধানের শীষ ২৬৩২), বরগুনায় বিজয়ী মোহাম্মদ শাহাদাত হোসেন (জগ ৫৮৯৩) প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কামরুল আহসান মহারাজ (নৌকা ২০২৫), কলাপাড়ায় বিজয়ী বিপুল হালদার (নৌকা ৭১০৫) প্রতিদ্বন্দ্বী হাজী হুমায়ুন শিকদার (ধানের শীষ ১৩৯৯), কুয়াকাটায় বিজয়ী আব্দুল বারেক মোল্লা (নৌকা ৪০১১) প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ মুন্সি (লাঙল ৬২৪), ভোলায় বিজয়ী মনিরুজ্জামান (নৌকা ২০৭১২) প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ (ধানের শীষ ১৮০২), দৌলতখান জাকির হোসেন তালুকদার (নৌকা ৬৯৭৪) প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন কাকন (ধানের শীষ ৬৭৯), বোরহানউদ্দিনে বিজয়ী রফিকুল ইসলাম (নৌকা ৬০৫৬) প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান কবীর (ধানের শীষ ৬৪৩), উজিরপুরে বিজয়ী লোকমান হোসেন ডাকুয়া (নৌকা ৭২২৫) প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান মোল্লা (ধানের শীষ ১১৭৭), বাকেরগঞ্জে বিজয়ী লোকমান হোসেন ডাকুয়া (নৌকা ৭২২৫) প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান মোল্লা (ধানের শীষ ১১৭৭), বানারীপাড়ায় বিজয়ী সুভাস চন্দ্র শীল (নৌকা ৫৩৫৫) প্রতিদ্বন্দ্বী গোলাম মাহবুব মাস্টার (ধানের শীষ ৪৪৩), মেহেন্দীগঞ্জে বিজয়ী কামাল উদ্দিন খান (নৌক ১২২০৭) প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর গাজি আলম (ইসলামী আন্দোলন, হাত পাখা ১৫৬৯), গৌরনদীতে বিজয়ী হারিসুর রহমান (নৌকা ১৮৯৫৯) প্রতিদ্বন্দ্বী শফিকুর রহমান (ধানের শীষ ৭৭৬), মুলাদীতে সফিকুজ্জামান রুবেল (নৌকা ৯৩৫৮) প্রতিদ্বন্দ্বী আসাদ মাহমুদ (ধানের শীষ ৫৯৬), নলছিটীতে বিজয়ী তসলিম উদ্দিন চৌধুরী (নৌকা ১৩০৪২) প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান (ধানের শীষ ৬৪৩), স্বরুপকাঠীতে বিজয়ী জিএম কবীর (নৌকা ৭৩২৮) প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ ১৭৭৪), খুলনার চালনায় বিজয়ী সনৎ কুমার বিশ্বাস (নৌকা ৪৯৩৫) অচিন্ত কুমার বিশ্বাস (জগ ২৫১৯), পাইকগাছা বিজয়ী সেলিম জাহাঙ্গীর (নৌকা ৬৩৭৮) প্রতিদ্বন্দ্বী বিএম সাত্তার (ধানের শীষ ২৫৭৫), চৌগাছায় বিজয়ী নূর উদ্দিন মামুন আল হিমেল (নৌকা ৪৩১১) প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান (আ.বি) নারিকেল গাছ ৩৬১১), বাঘারপাড়ায় বিজয়ী কামরুজ্জামান বাচ্চু (নৌকা ২৫৪১), গাংনীতে বিজয়ী আশরাফুল ইসলাম (জগ ৭০৮৬), কুষ্টিয়া সদরে বিজয়ী হাজী আনোয়ার (নৌকা ৬৭০২২) প্রতিদ্বন্দ্বী কুতুব উদ্দিন (ধানের শীষ ৩৫১২৮), মিরপুরে বিজয়ী এনামুল হক (নৌকা ৮৯৭১) প্রতিদ্বন্দ্বী আব্দুল হাসেম (১৮৮৪), ভেড়ামারায় বিজয়ী হাজি সামসুল (নৌকা ৭৪৫১) প্রতিদ্বন্দ্বী আব্দুল আলিম (স্বতন্ত্র, মোবাইল ৩৭৮৪), কুমারখালীতে সামছু জাম্মান (নৌকা ৮৪৩৩) প্রতিদ্বন্দ্বী তরিকুল (ধানের শীষ ২৭১১), খোকসায় বিজয়ী তরিকুল তরিক (নৌকা ৭৭১৯) প্রতিদ্বন্দ্বী আল মাসুম শান্ত (স্বতন্ত্র ৩২৭৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিজয়ী হাসান কাবির গনি (নৌকা ৭২০০) প্রতিদ্বন্দ্বী মীর মহিউদ্দিন (ধানের শীষ ৫১৯০), জীবননগরে বিজয়ী জাহাঙ্গীর আলম (নারিকেল গাছ ৬৪০৪) প্রতিদ্বন্দ্বী নওয়াব আলী (ধানের শীষ ৩০২৪), মাগুরায় বিজয়ী খুরশিদ হায়দার (নৌকা ২৭৯৫০) প্রতিদ্বন্দ্বী ইকবাল আক্তার খান কাপুর (ধানের শীষ ১৫৪৯৬), মোড়েলগঞ্জ বিজয়ী মনিরুল হক তালুকদার (নৌকা ৭৮৭৬) প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ জব্বার (ধানের শীষ ১৩৬০), সাতক্ষীরায় বিজয়ী তাসকিন আহমেদ ( ধানের শীষ ১৬৩৪১) প্রতিদ্বন্দ্বী শেখ আজহার হোসেন (লাঙ্গল ১২৪৯৭), কলা রোয়া বিজয়ী গাজী আক্তারুল ইসলাম (ধানের শীষ ৫৫৩৪) প্রতিদ্বন্দ্বী আরাফাত হোসেন (আ.বি) মোবাইল ৩৯৭৩), সিরাজগঞ্জের শাহজাদপুরে বিজয়ী হালিমুল হক নীরু (নৌকা ২১৮৮১) প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (ধানের শীষ ৭৭০৩), উল্লাপাড়ায় বিজয়ী নজরুল ইসলাম (নৌকা ১৬৮৮৫) প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন (ধানের শীষ ৮২৬০), রায়গঞ্জে বিজয়ী গাজী আব্দুল্লাহ আল পাঠান (নৌকা ৩৯৬৮) প্রতিদ্বন্দ্বী নুর সাঈদ সরকার (ধানের শীষ ২৯৩৬), কাজিপুরে বিজয়ী নিজাম উদ্দিন (নৌকা ৭৮২৫) প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (নারিকেল গাছ ১৭৩), মুন্ডুমালায় বিজয়ী গোলাম রব্বানী (নৌকা ৬৪৫৫) প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবির (ধানের শীষ ৪৬৪৬), দূর্গাপুরে বিজয়ী তোফাজ্জল হোসেন (নৌকা ৭০৯০) প্রতিদ্বন্দ্বী হাসানুজ্জামান সেন্টু (মোবাইল ৪৭২৯), চারঘাটে বিজয়ী জাকিরুল ইসলাম বিকুল (ধানের শীষ ৭৭০২), প্রতিদ্বন্দ্বী নার্গিস খাতুন (নৌকা ৭৩৯৬), কাঁকনহাটে বিজয়ী আব্দুল মজিদ মাস্টার (নৌকা ৫৮০৭) প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান (ধানের শীষ ৪৪২৮), আড়ানীতে বিজয়ী মুক্তার হোসেন (নৌকা ৫১৯৮) প্রতিদ্বন্দ্বী তোজাম্মেল হক (ধানের শীষ ২৭১৬), কেশরহাটে বিজয়ী শহীদুজ্জামান শহীদ (নৌকা ৭৩৬৩) প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান আকন্দ (জগ ৪৮৩১), গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবু (নৌকা ১০৩৮৮) প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ ৬২৯৮), তাহেরপুরে আবুল কালাম আজাদ (নৌকা ৭৫৮১), প্রতিদ্বন্দ্বী মো. সামছুর রহমান (মিন্টু) (ধানের শীষ ৩২৮১), ভবানীগঞ্জে বিজয়ী আব্দুল মালেক (নৌকা ৬০০৯) প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক (ধানের শীষ ৫০৮৬), কাটাখালীতে আব্বাস আলী (নৌকা ৬৬৮৯) প্রতিদ্বন্দ্বী মাজেদুর রহমান (জগ ৪৯৩৭) নওহাটায় বিজয়ী শেখ মকবুল হোসেন (ধানের শীষ ১২৭৮৩) প্রতিদ্বন্দ্বী আব্দুল বারী খান (নৌকা ১১৬৮৯) নওগাঁর নজিপুর বিজয়ী রেজাউল কবীর বাবু (নৌকা ৬২৪৭) প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (ধানের শীষ ৫৮৩২) চাপাইনবাবগঞ্জ বিজয়ী নজরুল ইসলাম (জগ ৩১৫০৪) প্রতিদ্বন্দ্বী শামিউল হক লিটন (নৌকা ৩০৫০৪), রহনপুরে বিজয়ী তারেক আহমেদ (ধানের শীষ ৯৫১৭) প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বানী (নৌকা ৭৬৩২), নাচোলে বিজয়ী আব্দুর রশিদ খান (নৌকা ৩২১৮) প্রতিদ্বন্দ্বী আমানুল্লাহ মাসুদ (রেল ইঞ্জিন ২৭২০), বগুড়ার শেরপুরে বিজয়ী আবদুস সাত্তার (নৌকা ৮৯১১), সারিয়াকান্দিতে বিজয়ী আলমগীর শাহী সুমন (নৌকা ৭৭৭৬) প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান (ধানের শীষ ২৪৪৭ ), গাবতলী বিজয়ী সাইফুল ইসলাম সাইফ (ধানের শীষ ৭১৭১) কাহালুতে বিজয়ী হেলাল উদ্দিন কবিরাজ, ধুনটে বিজয়ী এজিএম বাদশা (জগ ৪০০০), নন্দীগ্রামে বিজয়ী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (জগ ৪৪৪৩), শিবগঞ্জে বিজয়ী তৌহিদুর রহমান, জয়পুরহাটে বিজয়ী মোস্তাফিজুর রহমান মোস্তাক (নৌকা ২৭৭৪৪) প্রতিদ্বন্দ্বী শামসুল হক (ধানের শীষ ১২৩৫), কালাইয়ে বিজয়ী খন্দকার হালিমুর আলম (নৌকা ৬৮৪৪) প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান সোহেল (ধানের শীষ ১৫০০), আক্কেলপুর গোলাম মাহফুজ চৌধুরী (নৌকা ৬৬০০) বিজয়ী রেজাউল করিম (ধানের শীষ ৩৮৫৫), পীরগঞ্জ বিজয়ী কসিরুল আলম নৌকা ৫৭৪৫ প্রতিদ্বন্দ্বী রাজিউর রহমান রাজু (ধানের শীষ ৫১৩৬), রানীশংকৈল বিজয়ী আলমগীর সরকার (নৌকা ৪৮৮১) প্রতিদ্বন্দ্বী মোকাররম হোসেন (জগ জামায়াত) ৩৪৯১), সুন্দরগঞ্জ বিজয়ী আব্দুল্লাহ আল মামুন (নৌকা ৪৮৪১) প্রতিদ্বন্দ্বী আজাদুর রহমান প্রামাণিক (ধানের শীষ ১৯৯৩), ফুলবাড়ী বিজয়ী মরতুজা সরকার মানিক (খনি আন্দোলন) নারিকেল ৬৪০৪) প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী সরকার পুতুল (নৌকা ৪৭৯১ ), বীরগঞ্জে বিজয়ী জামায়াতের মাওলানা মোহাম্মাদ হানিফ, রংপুর বিজয়ী উত্তম কুমার সাহা (নৌকা ৬৯৯২) প্রতিদ্বন্দ্বী আজিজুল হক (নারিকেল গাছ ৫৯৯৫), কানাইঘাট বিজয়ী নিজামউদ্দিন আল মিজান (আ.বি) (নারিকেল গাছ ৩৩৭৮) প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান (নৌকা ২৮৯৭ ), জকিগঞ্জ বিজয়ী খলিল উদ্দিন (নৌকা ১৫২৫), সুনামগঞ্জ বিজয়ী মুশাররফ মিয়া (নৌকা ৭৪৪২), মৌলভীবাজারে বিজয়ী ফজলুর রহমান (নৌকা ১৩৬৬৮), মেলান্দহে বিজয়ী শফিক জায়েদি (নৌকা ৯১৪৫), নালিতাবাড়ী বিজয়ী আবু বক্কর সিদ্দিক (নৌকা ৪৭২১) মোহনগঞ্জ বিজয়ী লতিফুর রহমান রতন (নৌকা ৮৪১৬) দুর্গাপুর বিজয়ী হাজী আব্দুস সালাম (নৌকা ৮৪০০)।