পরোক্ষ ধুমপান ঠেকাতে আইন করছে জাপান
জাপানের ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা কোথায় ধুমপায়ীরা ধুমপান করতে পারবেন এবং কোথায় পারবেন না তার একটি খসড়া চুড়ান্ত করেছেন। ২০২০ টোকিও অলিম্পিক ও প্যরালিম্পিক গেমস’কে সামনে রেখে প্রকাশ্যে ধুমপানের উপর এসব বিধি-নিষেধ আরোপ করা হবে।
এলডিপি আইনপ্রণেতাদের লক্ষ্য ডায়েটের একটি সাধারণ অধিবেশনে বিলটি কার্যকরের জন্যে উত্থাপন করা। আগামী সোমবার তা উত্থাপন করা হতে পারে।
আইনপ্রণেতারা সরকারকে আইন লঙ্ঘনকারীদের জরিমানা সহ নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন, তবে জাপানে পরোক্ষ ধুমপান আইনগত ভাবে ঠেকানো এখনই বাস্তবায়ন হচ্ছেনা।
বর্তমানে স্বাস্থ্য প্রসার আইন এবং শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর সংশোধিত আইনানুসারে জাপানে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠন গুলোকে বলা হয়েছে জনগনের সমাগম স্থলে পরোক্ষ ধুমপান কমিয়ে ফেলার পদক্ষেপ নিতে।
খসড়া অনুসারে এলডিপি আইনপ্রণেতারা আগামী দু’বছরের মধ্যে পরোক্ষ ধুমপান ঠেকাতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রচার চালাবেন। এর আগে তারা শিক্ষা প্রতিষ্ঠান, সমাজকল্যান এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে ধুমপান নিষিদ্ধ করতে চান। এ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানে অ-ধুমপায়ীদের জন্যে এলাকা পৃথক করা হবে।