জাপানদক্ষিণ কোরিয়া চুক্তি নিয়ে কোরিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

দক্ষিণ কোরিয় সরকার জাপানের সাথে কথিত “আয়েশ নারী” চুক্তি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার মুখে রয়েছে।

জাপানি পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা’র সাথে বৈঠকে দক্ষিণ কোরিয় পররাষ্ট্র মন্ত্রী ইউন বিয়াং-সে’র মন্তব্য যথেষ্ট সমালোচিত হচ্ছে।

ইউন বলেন দক্ষিণ কোরিয়া আয়েশ নারীর প্রতীক একটি মেয়ের মূর্তি নিয়ে সংঘাত নিরসনে চেষ্টা করবে। তিনি সিউলে জাপানি দূতাবাসের সামনের মূর্তি অপসারণ করতে জাপানের অনুরোধ প্রসঙ্গে বলছিলেন। কিশিদা সাংবাদিকদেরকে বলেন মূর্তিটি সরিয়ে ফেলা হবে।

কোরিয়ার নাগরিক গ্রুপ যারা মূর্তিটি স্থাপন করেছিলেন, তারা বলেন মূর্তিটি একটি ঐতিহাসিক প্রতীক এবং জনগনের সম্পদ। তারা বলেন এখানে সরকারের অযাচিত হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিরোধী দলও এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে। কর্মকর্তারা বলেছেন তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কারণ জাপান তার আইনি দায়িত্ব ফিরিয়ে নিচ্ছে।

প্রেসিডেন্ট পার্ক গেউন-হিয়ে এক বিবৃতিতে চুক্তিটিকে যথার্থ হিসেবে অভিহিত করেছেন। তিনি জনগনের উপলব্ধি প্রত্যাশা করে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন করার স্বার্থে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার আহ্বান জানান।