জাপানের জনসংখ্যা আবারও হ্রাস পেলো
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশের জনসংখ্যা ২০১৫ সালে টানা ৯ বছরের মতো হ্রাস পেয়েছে।
মন্ত্রণালয়ের হিসেব মতে ১০ লক্ষ ৮ হাজার নতুন শিশু জন্মগ্রহণ করেছে গত বছর। ২০১৪ সালের তুলনায় অবশ্য নতুন শিশুর সংখ্যা বেড়েছে ৪ হাজার। ৫ বছর পর এই প্রথম জাপানে নতুন শিশুর সংখ্যা বাড়লো।
কিন্তু ১৩ লক্ষ ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে গত বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৃত্যুর সংখ্যা গত বছরই ছিলো সর্বোচ্চ।
ফলে মোট জনসংখ্যা হ্রাস পেয়্ছে ২ লক্ষ ৯৪ হাজার। সমাজে প্রবীণদের সংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যা সকল সময়ের চেয়ে বেশি হ্রাস পেয়্ছে।
৬ লক্ষ ৩৫ হাজার দম্পতি ২০১৫ সালে বিয়ের জন্যে নিবন্ধন করেছেন, ২ লক্ষ ২৫ হাজার বিবাহ-বিচ্ছেদের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিশ্লেষণ -পেশাগত পরিস্থিতির উন্নতি এবং নার্সারি’র সংখ্যা বৃদ্ধির ফলে এবার শিশু জন্মের হার বৃদ্ধি পেয়েছে।
তবে বলা হয়েছে, প্রবীণ জনসংখ্যার কারণে মৃত্যুর হার এখন থেকে বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে। তারা জনসংখ্যা আরো হ্রাস পাবে বলে ধারণা করছেন।