জাপানে ফ্লুরেসেন্ট ইনক্যান্ডিসেন্ট বাতি নিষিদ্ধ হচ্ছে

জাপান সরকার প্রতিপ্রভ বা আলোতে উজ্জ্বল হয়ে ওঠা ফ্লুরেসেন্ট (টিউব লাইট) ও তাপোজ্জ্বল ইনক্যান্ডিসেন্ট (সাধারণ স্বচ্ছ লাইট) বাতি নিষিদ্ধ করে তার জ্বালানি নীতিকে আরো কঠোর করে তুলতে চাইছেন।

সরকারের লক্ষ্য কার্বন ডাই অক্সাই নির্মণ সীমিত করতে আলো নির্গমণকারী ডায়ট বাতির আরো ব্যাপক প্রচলনের মাধ্যমে ফ্লুরেসেন্ট ও ইনক্যান্ডিসেন্ট বাতি বাজার থেকে তুলে নেয়া।

শিল্প মন্ত্রণালয়ের মতে ২০১২ সালে জাপানে এলইডি বাতির ব্যবহার ছিলো ৯ শতাংশ, সরকারের ইচ্ছে তারা ২০৩০ সাল নাগাদ এই হার ১০০ শতাংশে উন্নীত করা।

এলইডি বাতি অন্যান্য যে কোনো বাতির তুলনায় দীর্ঘস্থায়ী এবং ইনক্যান্ডিসেন্ট বাতির তুলনায় এলইডি বাতিতে বিদ্যুৎ খরচ আট ভাগের এক ভাগ।

তবে কিনতে গেলে এলইডি বাতি অধিক মূল্যবান। ৬০ ওয়াটের একটি ফ্লুরেসেন্ট বাতির দাম ৭০০ ইয়েন কিন্তু এলইডি বাতির দাম ২০০০ ইয়েনের কাছাকাছি।