হ্যালুইনঃ ওকিনাওয়া বিরোধঃ ঝুঁকি এড়াতে আইনি ব্যবস্থা ছিলো -সুগা; হতবাক ওনাগা

জাপানের প্রধান মন্ত্রীপরিষদ সচিব বলেছেন যেহেতু দেশ আইনের শাসনাধীন, তাই ফুতেনমা বিমান ঘাঁটি সৃষ্ট ঝুঁকি এড়াতে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিলো না।

মঙ্গলবার ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন ওনাগা’র জমি ভারাটের অনুমোদন প্রত্যাহার অবৈধ ছিলো।

তিনি বলেন ওকিনাওয়া এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা মার্কিন ঘাঁটি সৃষ্ট ঝুঁকি এড়ানোর জন্যে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু গভর্নরের সিদ্ধান্ত এই সকল কঠোর প্রচেষ্টাকে অবজ্ঞা করেছে।

সুগা বলেন ওনাগা সিদ্ধান্ত প্রত্যাহারে ভূমি মন্ত্রণালয়ের একটি সুপারিশ এবং নির্দেশ অমান্য করেছেন। আর সে কারণেই সরকারকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

হতবাক হয়ে গেছেন ওনাগাঃ

ওকিনাওয়া গভর্নর তাকেশি ওনাগা সরকার মার্কিন ঘাঁটি ইস্যু নিয়ে আদালতের স্মরণাপন্ন হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই।

মঙ্গলবার সকালে ওনাগা বলেন তিনি পরবর্তীতে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন।