থ্রিডি হৃদপিণ্ডে বেঁচে গেল শিশুর জীবন
থ্রিডি প্রিন্টারে তৈরি একটি হৃদপিণ্ডের কল্যাণে বেঁচে গেল ৪ বছরের শিশু মিয়া। বর্তমানে সম্পূর্ণ সুস্থ সে। স্বাভাবিক কাজের বাইরে বিভিন্ন ধরণের খেলাধুলাও করছে মিয়া।
|
Oct 157থ্রিডি হৃদপিণ্ডে বেঁচে গেল শিশুর জীবনPosted by admin on October 7 থ্রিডি হৃদপিণ্ডে বেঁচে গেল শিশুর জীবন রোগ দুর্লভ। হৃদপিণ্ডে জটিল সমস্যার কারণে জীবনের প্রথম সাড়ে তিন বছরই শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা ও নিউমোনিয়ায় ভুগতে হয়েছে যুক্তরাষ্ট্রের ৪ বছরের শিশু মিয়া গনজালেজের । বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে জানা যায়, তার হৃদযন্ত্রে গঠনগত সমস্যা রয়েছে যা খুবই দুর্লভ এবং এটি ‘ডাবল আর্টিক আর্ক’ নামে পরিচিত।
রোগ দুর্লভ হওয়ায় এর চিকিৎসা করতেও অনেকটা বেগ পেতে হচ্ছিল চিকিৎসকদের। আর তাই চিকিৎসার জন্য মিয়ামির নিকলৌস চিলড্রেন হাসপাতালের চিকিৎসকেরা বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। চিকিৎসার জন্য সাহায্য নিলেন থ্রিডি প্রিন্টারের। থ্রিডি প্রিন্টারে তারা তৈরি করলেন মেয়েটির হৃদপিণ্ডের একটি রেপ্লিকা। তারপর তারা সেটি সূক্ষ্মভাবে পরীক্ষা করলেন এবং সমস্যাটি চিহ্নিত করতে সক্ষম হলেন।
শরীরের কোন অঙ্গপ্রত্যঙ্গের রেপ্লিকা তৈরির কাজটি বেশ জটিল। কারণ এক্ষেত্রে প্রথমেই দরকার হয় নির্দিষ্ট প্রত্যঙ্গের একটি এমআরআই রিপোর্ট যা পাঠিয়ে দেওয়া হয় কম্পিউটারে। সেখান থেকে থ্রিডি প্রিন্টার এটিকে বাস্তব রূপ দেয়।
হাসপাতালটির একজন চিকিৎসক ডা. রেডমন্ড বার্ক স্কাই নিউজকে জানান, ‘আমি যখন অপারেশন করছিলাম, তখন আমার হাতে ছিল তার হৃদপিণ্ডের রেপ্লিকা। কিন্তু হাতের মধ্যে সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট নিয়ে তো কাজ করা সম্ভব হয় না।’
থ্রিডি প্রিন্টারে তৈরি একটি হৃদপিণ্ডের কল্যাণে বেঁচে গেল ৪ বছরের শিশু মিয়া। বর্তমানে সম্পূর্ণ সুস্থ সে। স্বাভাবিক কাজের বাইরে বিভিন্ন ধরণের খেলাধুলাও করছে মিয়া। |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |