জাপানের নতুন মন্ত্রীসভার যাত্রা শুরু
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার মন্ত্রীসভার রদবদল করেছেন। নতুন মন্ত্রীসভায় পুরোনো ৯ জন মন্ত্রী তাদের পদ ধরে রাখার পাশাপাশি আরো ৯ জন প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং ১ জন পুনরায় মন্ত্রী হয়েছেন। এবার মন্ত্রীসভায় স্থান করে নিয়েছেন ৩ নারী।
সম্রাটের সাথে ইম্পেরিয়াল প্যালেস এ সম্রাটের সাথে সাক্ষাতের পর নতুন মন্ত্রীসভা বুধবার সন্ধ্যায় তার যাত্রা শুরু করে।
একটি জাতি তৈরি করা যেখানে সবাই সমাজে একটি সক্রিয় ভূমিকা পালন করে -এ রকম একটি লক্ষ্যে নতুন একজন মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে।
সাবেক ডেপুটি মন্ত্রীপরিষদ সচিব কাৎসুনোবু কাতো এই মন্ত্রী পদটি পেয়েছেন, এ ছাড়াও তিনি উত্তর কোরিয়ায় অপহৃত জাপানি এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত মন্ত্রীর পদটি পান।
আবে ডেপুটি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারো আসো’র অবস্থানের কোনো পরিবর্তন করেননি।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি’কে মন্ত্রী পদে রেখেছেন। তিনি আভ্যান্তরিন বিষয়ক এবং যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করবে।
নতুন বিচারমন্ত্রী হয়েছেন মিৎসুহিদে ইওয়াকি, তিনি এর আগে এলডিপি’র উচ্চকক্ষের চেয়ারম্যান ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা তার পদে বহাল রয়েছেন।
শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রীর পদটি দেয়া হয়েছে হিরোশি হাসে’কে। তিনি এর আগে শিক্ষা ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন।
তামাইয়ো মারুকাওয়া পরিবেশ মন্ত্রী হয়েছেন। তিনি উচ্চকক্ষের স্বাস্থ্য, কল্যাণ এবং শ্রম কমিটির চেয়ারপারসন ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রী গেন নাকাতানি এবং প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা তাদের স্বপদে বহাল রয়েছেন।
নতুন মন্ত্রীসভার সদস্যদের গড় বয়স ৬০.১ বছর। আগের মন্ত্রীসভার গড় বয়সের চেয়ে এবারের মন্ত্রীসভার গড় বয়স ২.৩ বছর কম।