জাপানের মন্ত্রীসভার জনসমর্থন বেড়েছে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র মন্ত্রীসভার প্রতি জনসমর্থন বেড়ে ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার ইয়োমিউরি শিমবুন পরিচালিত এক জরিপে এ তথ্য জানা যায়। সেপ্টেম্বরের ১৯-২০ তারিখে পরিচালিত জরিপের চেয়ে বর্তমানে জনসমর্থন বেড়েছে ৫ শতাংশ।
বুধবার মন্ত্রীসভার রদবদলের পর জরিপ পরিচালনা করা হয়। অননুমোদনের হার এই সময় কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে যা আগে ছিলো ৫১ শতাংশ।
আগের জরিপটি সেপ্টেম্বরে জাতীয় নিরাপত্তা বিল গৃহীত হওয়ার পরপর পরিচালনা করা হয়েছিলো -যখন আবে’র জনসমর্থন উল্লেখযোগ্য সংখ্যায় হ্রাস পায়। সর্বশেষ জরিপে অনুমোদনের হার অননুমোদনকে সামান্য পরিমানে ছাড়িয়ে গেছে।
৫৯ শতাংশ উত্তরদাতা টিপিপি চুক্তিতে পৌঁছুনোতে সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন এবং ২৮ শতাংশ তার বিরোধীতা করেছেন। টিপিপি’র প্রতি জনসাধারণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি মন্ত্রীসভার সমর্থনের হার বৃদ্ধিতে ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রীসভার সর্বশেষ রদবদলকে ৫০ শতাংশ উত্তরদাতা ইতিবাচক হিসেবেই দেখছেন, ৩৪ শতাংশ সেটিকে নেতিবাচক বলে মনে করছেন।
জাতীয় নিরাপত্তা চুক্তিকে এখন সমর্থন করছেন ৩৬ শতাংশ, আগে এই সমর্থনের হার ছিলো ৩১ শতাংশ, অসমর্থনের হারও কমে এসেছে, আগের ৫৮ শতাংশ থেকে বর্তমানে তা দাঁড়িয়েছে ৫৪ শতাংশ।
১০ শতাংশ হারে বিক্রি কর বৃদ্ধির পর কর হ্রাস সিস্টেমকে ৬৭ শতাংশ সমর্থন করেছেন যা আগে ছিলো ৬৩ শতাংশ।
ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে, আগের জরিপে তা ছিলো ৩৩ শতাংশ। ডেমোক্র্যাটিক পার্টি অফ জাপানের জনসমর্থন পূর্বের ১১ শতাংশ থেকে হ্রাস পেয়ে দাঁড়িয়েছ ১০ শতাংশে এবং ৩ শতাংশ কোমেইতো’কে সমর্থন দিয়েছেন।
এলোমেলো ভাবে ডায়ালের মাধ্যমে ১,৯৫৬ জনের উপর জরিপ পরিচালনা করা হয়। তাদের মধ্যে ১,০৮৬ জন জরিপে সাড়া দেন।