বিশ্বের অন্যতম বৃহত্তম গেম শো “টোকিও গেম শো শুরু“
বৃহস্পতিবার থেকে টোকিও গেম শো ২০১৫ শুরু হয়েছে। এ বছর প্রদর্শনীতে রেকর্ড ৪৮০টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক গেম গুলো নিয়ে এখানে হাজির হয়েছে। এদের মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠান দেশের বাইরের, ফলে প্রদর্শনীর ইতিহাসে বিদেশি প্রতিষ্ঠান গুলো প্রথমবারের মতো স্থানীয়দের চেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে।
চারদিন ব্যাপী এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে টোকিওর বাইরে মাকুহারি মেসসে কনভেনশন সেন্টারে। ১,০২১ শিরোনামের বিভিন্ন গেম এখানে রয়েছে, যার মধ্যে ৫১০টি স্মার্টফোনের জন্যে। স্মার্টফোনের গেম “ক্ল্যাশ অফ ক্ল্যানস”র জন্যে খ্যাত ফিনল্যান্ডের কোম্পানি সুপারসেল প্রথমবারের মতো মেলায় একটি বুথ নিয়েছে।
সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট এর প্লেস্টেশন ভিআর এবং অন্যান্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট গুলো প্রদর্শনীতে সকলের নজর কাড়ছে।
টোকিও গেম শো জনসাধারণের জন্যে খোলা থাকবে দু’দিন, শনিবার ও রোববার। আয়োজকরা আশা করছেন ২ লক্ষ ২০ হাজার দর্শক প্রদর্শনীটি দেখতে আসবেন।