পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের নৌ মহড়া
Read More
**-------------**------------**
|
Community Events
Mar 1711পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের নৌ মহড়াadmin March 11 পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের নৌ মহড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী পূর্ব চীন সাগরে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়।
চলতি সপ্তাহের প্রথম দিকে এই মহড়া শুরু হয়। মহড়ায় জাপানের ডেস্ট্রয়ার এবং ইউএস নেভি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও জাপানের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের সানকেই সিমবুন ডেইলি ও কিয়েটো নিউজ এ খবর জানায়।
সানকেই জানায়, পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সতর্ক সংকেত দিতে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তবে পূর্ব চীন সাগরে চীন ও জাপানের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে সামরিক শক্তির জানান দেয়াও এই যৌথ মহড়ার অন্যতম কারণ।
Read More **-------------**------------** ![]() ![]() Mar 179ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন কারাদন্ডadmin March 9 ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন কারাদন্ডসিলেটের বহুল আলোচিত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ বিচারক আকবর হোসেন মৃধার আদালত এ রায় ঘোষণা করে। এদিকে, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে খাদিজার পরিবার। এছাড়া উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে বদরুলের আইনজীবী। তবে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছেন স্বয়ং খাদিজা আক্তার নার্গিস। এর আগে গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।Read More **-------------**------------** Mar 179একটি ভিত্তিহীন কাহিনী : দুই ব্যক্তির রূহ কবজ করতে মালাকুল মাউতের কষ্ট হয়েছেadmin March 9 প্রচলিত ভুলএকটি ভিত্তিহীন কাহিনী : দুই ব্যক্তির রূহ কবজ করতে মালাকুল মাউতের কষ্ট হয়েছেলোকমুখে প্রসিদ্ধ- আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, হে মালাকুল মাউত! বনী আদমের রূহ কবজ করতে কি তোমার কখনো কষ্ট হয়নি? মালাকুল মাউত উত্তরে বললেন, জী, দুই ব্যক্তির রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছে। এক. একবার জাহাজ ডুবে গেলে এক মহিলা কাষ্ঠখ- ধরে সমুদ্রে ভাসছিল। এমতাবস্থায় তার একটি ছেলে সন্তান প্রসব হয়। এমন সময় ঐ মহিলার মৃত্যুর সময় চলে আসে। তো ঐ সদ্যভূমিষ্ঠ শিশুর দিকে তাকিয়ে তার মায়ের জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল। দুই. শাদ্দাদের জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল; যখন সে তার দুনিয়ার জান্নাত বানায় এবং সেখানে প্রবেশ করার মুহূর্তে এক পা ভেতরে দেওয়ার সাথে সাথে আরেক পা বাইরে থাকা অবস্থায়ই তার মৃত্যুর পরওয়ানা চলে আসে আরRead More **-------------**------------** Mar 178'আকাশে হোটেল' এয়ারবাস ৩৮০ প্রথমবারের মতো জাপানে নিয়ে এলো অ্যানা অল নিপ্পন এয়ারওয়েজ কোঃ জাপানের প্রথম বিমান সংস্থা হিসেবে এয়ারবাস এ৩৮০'র ভেতর "আকাশে হোটেল" পরিচালনা করার পরিকল্পনা করেছে। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক বিমান নারিতা-হনলুলু রুটে ২০১৯ সালের বসন্তে বিমানটি চালু করবে বলে কোম্পানি মার্চের ৬ তারিখ জানায়। বিমানটির নির্মাতা ইউরোপিয়ান-ভিত্তিক এয়ারবাস স্যাস এবং বিমানটিতে ৫০০'র বেশি আসন রয়েছে। অ্যানা এ৮৮০'র শরীরে সামুদ্রিক কচ্ছপের রং দেয়া হয়েছে। হাওয়াইয়ান পৌরানিক অনুসারেই এটিকে কাছিমের রং দেয়া হয়েছে। Read More **-------------**------------** Mar 178রাশিয়া জাপান ও দ. কোরিয়া উদ্বিগ্ন উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় টোকিও স্টকে পতনadmin March 8 রাশিয়া জাপান ও দ. কোরিয়া উদ্বিগ্ন উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় টোকিও স্টকে পতন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাপান সাগরে পর পর ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এ কর্মকাÐের ফলে উদ্বেগের কথা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে এ সিরিজ পরীক্ষা চালানো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে জাপান নিয়ন্ত্রিত পানি সীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় এরইমধ্যে টোকিও স্টকে পতন দেখা গেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানি ইয়েনের মানের উল্লম্ফন ঘটায় শেয়ারবাজারে পতন ঘটেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উেক্ষপের পর জাপানের শেয়ারবাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। টয়ো সিকিউরিটিজের কৌঁসুলি হি
Read More **-------------**------------** Mar 177জাপান সাগরে সিরিজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার জাপান সাগরে একযোগে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার একজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্রের তিনটি প্রায় ১,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকা (ইইজেড)-এর মধ্যে গিয়ে পড়েছে। এ ঘটনাকে উত্তর কোরীয় হুমকির একটা অধ্যায় হিসেবে বর্ণনা করেন শিনজো আবে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্ত
**-------------**------------** Mar 177ঐতিহাসিক ৭ মার্চ আজ: রঙিন ভার্সনে সেই ভাষণadmin March 7 ঐতিহাসিক ৭ মার্চ আজ: রঙিন ভার্সনে সেই ভাষণ ঐতিহাসিক ৭ মার্চ আজ। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের আজকের দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে জাতির অবিসংবাদিত মহান নেতা বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
৭ মার্চ তাঁর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।
Mar 176জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯admin March 6 জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯ জাপানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন আরোহীর সকলে প্রাণ হারিয়েছে। রবিবার একটি পাহাড়ে উদ্ধার মহড়া চলাকালে এটি বিধ্বস্ত হয়।
সোমবার পুলিশের নাগানো পুলিশ মুখপাত্র বলেন, নাগানোর মধ্যাঞ্চলে বিধ্বস্ত এ হেলিকপ্টারের ধ্বংস্তুপের ভেতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। পাইলটসহ অপর তিনজনের মৃত্যুর খবর রোববার নিশ্চিত করা হয়েছে। পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বরফে ঢাকা একটি পাহাড়ের পাশে দুর্ঘটনাস্থল চিহ্নিত করার পর তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো।
খারাপ আবহাওয়ার কারণে সোমবার পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, সরক
Read More **-------------**------------** Mar 175৮১ বছরের বৃদ্ধা তৈরি করলেন আইফোন অ্যাপadmin March 5 ৮১ বছরের বৃদ্ধা তৈরি করলেন আইফোন অ্যাপ বয়স কোন বিষয় না, ইচ্ছে আর মেধার পরিচর্যা করার মনমানসিকতা থাকেলে সব কিছু করে দেখানো যে সম্ভব তা প্রমাণ করে দেখালেন এই জাপানি নারী। ৮১ বছর বয়সে অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে বিশ্বের সবচেয়ে দামি ও অভিজাত ফোন আইফোনের অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন।
জাপানি এ বৃদ্ধের নাম মাসাকো ওয়াকামিয়া। তার গল্পটা দারুণ। ৬০ বছর বয়সে কম্পিউটার চালাতে শিখেন, আশ্চর্য হলেও ঘটনাটি সত্য। এই বয়সে কম্পিউটার শেখার পর আর বসে থাকেননি তিনি। সেকেলে মানুষরা তরুণদের চেয়ে প্রযুক্তিতে পিছিয়ে আছে ধারণা পাল্টে দিলেন মাসাকো।
তার অ্যাপ বানানোর খবর বেশ প্রচারিত হচ্ছে গণমাধ্যমগুলোতে। আন্তর্জাতিক
Read More **-------------**------------** Mar 175প্রযুক্তি : প্রযুক্তির অপব্যবহারগত মাসের শেষের দিকে বিটিআরসি জানিয়েছে যে ‘বাংলাদেশে ইন্টারনেট-পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধের প্রক্রিয়ার শুরুতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ৫৬০ টি সাইট বন্ধ করেছে।’ এটা একটা ইতিবাচক পদক্ষেপ। ফাঁক ফোকর কতটুকু বন্ধ করা যাবে বা করা হবে সে আলোচনায় না গিয়ে আপাতত এই পদক্ষেপটিকে সাধুবাদযোগ্য বলা প্রয়োজন। প্রযুক্তির নামে এখন যে এক প্রকারের ‘হিস্টিরিয়াগ্রস্ততা’- এ অবস্থায় এ পদক্ষেপও কম নয়! এটা প্রমাণ করছে পরিস্থিতি আসলেই কত ভয়াবহ। একটি দৈনিকের রিপোর্টে বলা হয়েছে, বেসরকারী সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের এক জরিপের তথ্য অনুযায়ী ঢাকার স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ শতাংশ নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। (দৈনিক নয়াদিগন্ত, ২৯ ডিসেম্বর ২০১৬, পৃ. ১১) এই প্রজFeb 1727Untitled Postadmin February 27
আল্লার রহমতের আশা : পরকালের সফরে মুমিনের সম্বল
শিববীর আহমদ
দুদিনের এ পার্থিব জীবনে আল্লাহ তাআলার সর্বাধিক আনুগত্য ও ইবাদত করে গেছেন যিনি, তিনি যে আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এ নিয়ে কি আর কোনো দ্বিমত আছে! তাঁর আমল-ইবাদত যে সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ- তা কি আর বলার অপেক্ষা রাখে! তিনিও যদি বলেন, আমার আমল আমাকে নাজাত দিতে পারবে না; তাহলে আমরা নিজেদের ব্যাপারে কেমন এক নিরাশায় যেন আচ্ছন্ন হয়ে পড়ি! সৃষ্টিকুলের সেরা মানবকাফেলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামেরও যিনি সর্দার, তিনিই যদি নিজ আমল দিয়ে জান্নাতে যেতে না পারেন, তাহলে আমাদের কী দশা হবে! ভাবতেই কেমন শরীর কেঁপে ওঠে! অথচ এটাই বাস্তবতা। প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠেই শুনুন-
لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ
নিজ আমল কাউকেই জান্নাতে ন
Read More **-------------**------------** Feb 1727উচ্চ রক্তচাপে কলাadmin February 27 উচ্চ রক্তচাপে কলা উচ্চ রক্তচাপের রোগীদের বেলায় প্রাথমিক অবস্থাতেই ডাক্তাররা যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো প্রায়ই এ রকম অতিরিক্ত ওজন কমান, সকাল-বিকাল হাঁটুন, টেনশন কমান-রিলাক্স থাকুন। আর খাবারদাবারের বেলায় রয়েছে একগাদা নিষেধাজ্ঞা। কাঁচা লবণ খাবেন না, মদ-গাঁজা ছোঁবেন না, বিড়ি-সিগারেট ফুঁকবেন না ইত্যাদি ইত্যাদি। আর বেশি করে খেতে বলা হয় পটাসিয়ামসমৃদ্ধ খাবার-শাকসবাজি আর ফলমূল। এই পটাসিয়ামের একটি ভালো উৎস হলো কলা।
আমাদের অতিপরিচিত ফলটি উচ্চরক্তচাপে কতটা জরুরি তা আর বলার নয়। ডাক্তাররা বলেন, উচ্চরক্তচাপে কলা ওষুধের মতো কাজ করে। বই পুস্তকে তো এই পটাসিয়ামসমৃদ্ধ ফলটিকে রীতিমতো চিকিৎসার অংশ হিসেবেই ধরা হয়েছে। সুতরাং নিশ
Read More **-------------**------------** Feb 1726সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতadmin February 26 সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত জাপান জুড়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর বার্ষিক প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।
জাপানের ১৫৯টি জাতীয়, প্রিফেকচারাল এবং পৌর বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়। জানুয়ারিতে সমন্বিত প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হয়।
টোকিও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকাল ৮টার কিছু আগে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষকরা তাদেরকে উৎসাহিত করেন।
টোকিও'র একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলেন তিনি তার ওয়ার্কবুক কঠিন ভাবে অধ্যায়ন করেছেন। তার বিশ্বাস তিনি যদি তার প্রকৃত ক্ষমতা প্রদর্শন করতে পারেন তবে পাস করবেন।
দক্ষিণ পশ্চিম প্রিফেকচার ওইতা'র একজন ছাত্র বলেন তার পরিবার তাকে ইমেইল বা
**-------------**------------** Feb 1726মঙ্গলে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে বসতি স্থাপনের চিন্তাadmin February 26 মঙ্গলে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে বসতি স্থাপনের চিন্তা বেহরোখ খোশনেভিস, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের এই অধ্যাপক বলছেন- সৌরজগতে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে মানুষের বসতি স্থাপন এখন সময়ের ব্যাপার মাত্র।
কিন্তু তার আগে এমনসব রোবট তৈরি করে মঙ্গলে পাঠাতে হবে যেগুলো থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে এই লাল গ্রহের মাটিতে মানুষের বেঁচে থাকার সকল উপকরণ প্রস্তুত করতে সাহায্য করবে।
তিনি বলেন, ‘চাঁদকে তুলে রাখার সময় হয়েছে, মানুষের পরবর্তী বড় পদক্ষেপ হতে যাচ্ছে মঙ্গলের মাটিতে পা দেয়া এবং পৃথিবীর বাইরে তথা এই উষর গ্রহে বসতি স্থাপন করা।’
Feb 1724ভারতে সম্রাট বাবর না আসলে কী হতো না হতোadmin February 24 ভারতে সম্রাট বাবর না আসলে কী হতো না হতো
ভারতীয় উপমহাদেশে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিলেন জহিরুদ্দিন মুহম্মদ বাবর। তার হাত দিয়েই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয়।
গতকাল ১৪ই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এই দিনটি যে এক ঐতিহাসিক ব্যক্তিত্বের জন্মদিনও বটে, সেটা খুব কম মানুষই জানেন।১৪৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি উজবেকিস্তানের আন্দিজানে জন্ম হয়েছিল সম্রাট বাবরের। তিনি শুধু ঐতিহাসিক চরিত্র নন, বিতর্কিতও বটে।
বাবরকে নিয়ে বিবিস বাংলায় প্রকাশিত ্এক প্রতিবেদনে বলা হয়, ভারতের একটা অংশের মানুষ সম্রাট বাবরকে আক্রমণকারী বলে মনে করে থাকেন। আর অযোধ্যায় তাঁর নামাঙ্কিত বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে বহু দশক ধরে বিতর্ক চলছে। আক্রমণকারী হোন অথবা বিজয়ী - কিন
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |