সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাপান জুড়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর বার্ষিক প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।

জাপানের ১৫৯টি জাতীয়, প্রিফেকচারাল এবং পৌর বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়। জানুয়ারিতে সমন্বিত প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হয়।

টোকিও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকাল ৮টার কিছু আগে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষকরা তাদেরকে উৎসাহিত করেন।

টোকিও’র একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলেন তিনি তার ওয়ার্কবুক কঠিন ভাবে অধ্যায়ন করেছেন। তার বিশ্বাস তিনি যদি তার প্রকৃত ক্ষমতা প্রদর্শন করতে পারেন তবে পাস করবেন।

দক্ষিণ পশ্চিম প্রিফেকচার ওইতা’র একজন ছাত্র বলেন তার পরিবার তাকে ইমেইল বার্তার মাধ্যমে উৎসাহ দিয়েছেন।