আকাশে হোটেলএয়ারবাস ৩৮০ প্রথমবারের মতো জাপানে নিয়ে এলো ্যানা

অল নিপ্পন এয়ারওয়েজ কোঃ জাপানের প্রথম বিমান সংস্থা হিসেবে এয়ারবাস এ৩৮০’র ভেতর “আকাশে হোটেল” পরিচালনা করার পরিকল্পনা করেছে।

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক বিমান নারিতা-হনলুলু রুটে ২০১৯ সালের বসন্তে বিমানটি চালু করবে বলে কোম্পানি মার্চের ৬ তারিখ জানায়।

বিমানটির নির্মাতা ইউরোপিয়ান-ভিত্তিক এয়ারবাস স্যাস এবং বিমানটিতে ৫০০’র বেশি আসন রয়েছে।

অ‌্যানা এ৮৮০’র শরীরে সামুদ্রিক কচ্ছপের রং দেয়া হয়েছে। হাওয়াইয়ান পৌরানিক অনুসারেই এটিকে কাছিমের রং দেয়া হয়েছে।