জাপানে তান্ত্রিক নেতাসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
Read More
**-------------**------------**
|
Community Events
Jul 186জাপানে তান্ত্রিক নেতাসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর আম শিনরিকিও তান্ত্রিক গোষ্ঠীর নেতা শোকো আশাহারাসহ ৭ জন বন্দীর মৃত্যুদণ্ড শুক্রবার গোপনে কার্যকর করেছে জাপান। জাপানের মুখ্য মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিহিদে সুগা আশাহারার মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করেছেন। পরে দেশটির বিচার মন্ত্রণালয় একই দিনে আরো ৬ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করে। এছাড়া ওই গোষ্ঠীর আরো ৬ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে।
১৯৯৫ সালের টোকিওর রেলস্টেশনের আন্ডারগ্রাউন্ডে এক ভয়াবহ রাসায়নিক হামলার জন্য তাদের এই সর্বোচ্চ শাস্তি দেয়া হয়। ‘দ্যা সারিন অ্যাটাক’ খ্যাত ওই ভয়াবহতম হামলায় ১৩ জন মারা যান। হাজারেরও বেশি মানুষ আহত হন।
জানা যায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সব বন্দীই নিজেদের নির্দোষ প্রমাণের শেষ সুযোগ পেয়েছে। ব
Read More **-------------**------------** ![]() ![]() Jul 186সাম্বার ছন্দে মাতাবেন নেইমাররা!admin July 6 সাম্বার ছন্দে মাতাবেন নেইমাররা! রাশিয়ার দৃষ্টিনন্দন কাজান শহরের অসাধারণ স্টেডিয়াম কাজান এরিনা। এই মাঠেই ফুটবল লড়াইয়ের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় মাঠে নামবে সাম্বা কিং ব্রাজিল ও বেলজিয়াম। তবে ব্রাজিলের শৈল্পিক ফুটবলের বিপক্ষে ‘ফুটবল যুদ্ধে’র ঘোষণা দিয়েছে বেলজিয়াম। ব্রাজিলও জানিয়ে দিয়েছে তারা কাজানের মাঠে এক ইঞ্চিও ছাড় দেবে না। কাজানের পুরো মাঠের দখল চায় নেইমার এন্ড কোং। সাম্বা ছন্দে আজ দর্শক মাতাবেন তারা। কীভাবে মাঠের দখল বুঝে নিতে হয় তা দেখিয়ে দিয়েছেন দলের ‘হেডমাষ্টার’ তিতে। এই কোচ সব জ্বালানি তৈরি করেছেন বেলজিয়ামকে উড়িয়ে দিতে। কোচ তিতে আগেই জানিয়ে দিয়েছেন বেলজিয়াম কেমন দল। ওরা সাপের মতো ফণা তুলতে পারে! তার প্রমাণও দিয়েছে জাপানের বিপক্ষে। ২-০ গোলে পিছিয়ে থেকে সেই খেলায় বেলিজয়াম জিতে
**-------------**------------** Jul 183জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানো কি সহজ হবে?এবার সংবাদ বিশ্লেষণ। জুন মাসের মাঝামাঝি জাপানের মন্ত্রিসভা চলতি বছরের মৌলিক অর্থনীতি ও বাজেট বিষয়ক নীতিমালা অনুমোদন করেছে। আরও বেশি সংখ্যক বিদেশি কর্মী গ্রহণ করার লক্ষ্যে এই নীতিমালায় জাপানে বসবাস সংক্রান্ত একটি নতুন নীতি অন্তর্ভূক্ত করা হয়েছে। জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানো'র প্রচেষ্টার সাথে যুক্ত কিছু সমস্যাদি'র ওপর আলোকপাত করছেন এন এইচ কে'র ঊর্ধ্বতন ভাষ্যকার রেইকো সাকুরাই। "এতদিন পর্যন্ত জাপানের নীতি ছিল বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের বেশি ক'রে গ্রহণ করা । তবে সেই ব্যবস্থায় আর কাজ হচ্ছে না। এখন জাপান সরকার, দেশে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর জন্য পরিস্থিতি পর্যালোচনা করছে। নতুন শর্তে বলা হয়েছে, বিদেশি কর্মীরা যদি অনায়াসে দৈনন্দিন জীবনের কাজ চালিয়ে নেওয়ার মত যথRead More **-------------**------------** Jul 183বিশ্বকাপে সর্বোচ্চ গোল ব্রাজিলের জার্মানিকে ছাড়িয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাadmin July 3 বিশ্বকাপে সর্বোচ্চ গোল ব্রাজিলেরজার্মানিকে ছাড়িয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাবিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিয়েছে ব্রাজিল। সোমবার সামারায় রাশিয়া বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারানো ম্যাচে জার্মানিকে ছাড়িয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। Jul 181আর্জেন্টিনার বিদায়admin July 1 আর্জেন্টিনার বিদায়দশ মিনিটের ছোট্ট এক ফরাসি টর্নেডো। তাতেই লন্ডভন্ড আর্জেন্টিনা রক্ষণ। লন্ডভন্ড সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্নও। এমবাপে-গ্রিজম্যানদের তোপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে উড়ে গেছে আর্জেন্টিনা। জোড়া করেছেন কিলিয়ান এমবাপে। এ পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচও হয়ত এটি। গোল আর পাল্টা গোলের ম্যাচে ৫৭ মিনিটে বেঞ্জামিন পাভার্দের গোলে ফ্রান্সের সমতায় ফেরা, এরপর চার মিনিটের এমবাপে ঝলক। ফাঁকা রক্ষণের সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে জোড়া গোলে স্কোরলাইন ৪-২ করে দেন ১৯ বছর বয়সী তারকা। বাকি সময়ে পুরোপুরি রক্ষণাত্মক বনে যাওয়া ফরাসি রক্ষণের পাশে মেসি-ডি মারিয়াদের নিষ্প্রভ ঘুরে বেড়ানো। এর মাঝে মেসির দলকে সইতে হয়েছে পাল্টা আক্রমণের ঝটকাও। আর যোগ করা সময়ে মেসির ক্রস থেকে করা বদলি খেলোয়াড় আগুয়েরোর হারের ব্যRead More **-------------**------------** Jul 181বিশ্ব ঐতিহ্যের তালিকায় জাপানের কয়েকটি জায়গাadmin July 1 বিশ্ব ঐতিহ্যের তালিকায় জাপানের কয়েকটি জায়গাইউনেস্কোর একটি কমিটি, জাপানের খ্রিষ্টানদের নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট জায়গাগুলোকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বাহরাইনে অনুষ্ঠিত এক বৈঠকে, বিশ্ব ঐতিহ্য বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। নাগাসাকি অঞ্চলের গোপন খ্রিষ্টান ধর্মীয় স্থানগুলোর ১২টি অংশ, জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা নাগাসাকি ও কুমামোতোয় অবস্থিত। এগুলোর মধ্যে, হারা দুর্গের ধ্বংসাবশেষ, ওউরা গির্জা এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপস্থিতি থাকা গ্রামগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই জায়গাগুলো, সপ্তদশ ও উনবিংশ শতাব্দীতে খ্রিষ্টান ধর্ম পালন নিষিদ্ধ থাকা সত্ত্বেও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গোপনে ধর্ম পালনের ইতিহাস প্রদর্শন করছে। সেসময় লোকজন, প্রচলিত জাপানী সমাজ এবং বRead More **-------------**------------** Jun 1830‘ফরযে আইন ইলম শেখা ছাড়া ঈমান শেখা হয় না’মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক হাম্দ ও ছানার পর : یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللهَ وَ قُوْلُوْا قَوْلًا سَدِیْدًا یُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَ یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕوَ مَنْ یُّطِعِ اللهَ وَ رَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِیْمًا. একটি মাসআলা আমরা সবাই শুনেছি, দ্বীনী ইল্ম হাছিল করা ফরয। হয়ত অনেকে এভাবে শুনেছি যে, ফরযের দুটো স্তর। ফরযে আইন, ফরযে কেফায়া। কিছু পরিমাণ ইলম ফরযে আইন, কিছু পরিমাণ ইলম ফরযে কেফায়াহ। ফরযে আইন ইলম বলতে বোঝায়, যে পরিমাণ ইলম সবার জন্য শেখা ফরয। আর ফরযে কেফায়া ইলম হল সেটা দ্বীনের ইলম, যা সবার জন্য শেখা ফরয নয়, তবে কিছুসংখ্যক আলেম এমন থাকা জরুরি যারা ফিকহ ও দলীল-আদিল্লা নিয়ে ব্যস্ত থাকবেন। যাতে কারো প্রয়োজন হলে তাঁদের কাছ থেকে শিখতে পারে ও জানতে পারে। আজকে আমরাRead More **-------------**------------** Jun 1830মেসি যাদু বনাম ফরাসি চমক- আর্জেন্টিনা-ফ্রান্স টিকে থাকার লড়াই আজ
ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার সব ধরনের সম্পর্ক ভালো। একে অপরের সঙ্গে সব সময় সহযোগিতার হাত ধরে চলছে দুই দেশ। কিন্তু বিশ্বকাপ ফুটবলে আজ এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যেখানে আর্জেন্টিনা-ফ্রান্সের দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় বন্ধুত্বের কোনো মূল্য থাকবে না! রাশিয়ার কাজান স্টেডিয়ামের দুই গোলপোষ্টের মাঝে ১২০ গজে আর্জেন্টিনা-ফ্রান্সের ফুটবল লড়াই দুই দেশের শত বছরের পুরোন সম্পর্ক ভুলিয়ে রাখবে ৯০ থেকে ১২০ মিনিট পর্যন্ত। উভয় দল জানিয়ে দিয়েছে তারা ১২০ মিনিট পর্যন্ত খেলাটাকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ কেউ কাউকে দেবে না। ৯০ নিমিটের আগেই নিশ্চিত করতে চায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট।
Jun 1828ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো, সুইজারল্যান্ড পেল সুইডেনকে শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে মেক্সিকোকে পেল ব্রাজিল। অপরদিকে এই গ্রুপ থেকে নকআউটপর্বে যাওয়া অপর দল সুইজারল্যান্ডকে খেলতে হবে সুইডেনের বিপক্ষে।
বুধবার রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে ই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা রেখেছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। এখন এফ গ্রুপ থেকে নকআউটপর্বে যাওয়া দুটি দলকে মোকাবেলা করতে হবে এই দুটি দলের।
বুধবার রাতে এর আগেই কোরিয়ার কাছে হেরে এফ গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায় হয়ে গেছে। দিনের অপর ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন। এই ম্যাচ হেরেও সুইডেনের সঙ্গী হিসেবে ম
Read More **-------------**------------** Jun 1827জাহাজ কর্মচারীকে বিয়ে করতে পরিবার ছাড়ছেন জাপানের রাজকুমারী একজন জাহাজের কর্মচারীকে বিয়ে করতে রাজপরিবার ত্যাগ করছেন জাপানের রাজকুমারী আয়াকো। গত দুই বছরে দুইজন রাজকুমারী একই ঘোষণা দিলেন যারা সাধারণ নাগরিককে বিয়ে করছেন। খবর সিএনএনের
জাপানের সম্রাট আকিহিতোর ভাতিজি এবং প্রয়াত প্রিন্স তাকামোদের তৃতীয় কন্যা আয়াকো গতকাল মঙ্গলবার ঘোষণা দেন, জাহাজ কোম্পানি এনওয়াইকে লাইন এর কর্মচারী ৩২ বছর বয়সী কেই মোরিয়াকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এক বছর আগে তাদের পরিচয় হয়। আগামী ১২ আগস্ট তাদের দুইজনের মধ্যে আংটি বদল হবে। ২৯ অক্টোবর টোকিওর একটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিয়ে হবে।
মোরিয়ার সঙ্গে আয়াকোর পরিচয় হয় মা প্রিন্সেস তাকামোদের মাধ্যমে। একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করতে গিয়ে মোরিয়ার মা-বাবার সঙ্গে সম্পর্ক তৈরি হয় প্রিন্সেস তা
Read More **-------------**------------** Jun 1826সামুদ্রিক দূষণ মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টায় নেতৃত্ব দিতে যাচ্ছে জাপানজাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সু'গা বলেছেন তার দেশ প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের ফলে সৃষ্ট সামুদ্রিক দূষণ মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে। মিঃ সু'গা সোমবার জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রীবর্গের বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের জানান। মন্ত্রীবর্গ চীনের সুচৌ শহরে রোববার বৈঠকে মিলিত হন এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিকসহ সামুদ্রিক আবর্জনার মত গুরুত্বপূর্ণ বিষয় মোকাবেলায় সহযোগিতা করার ব্যাপারে একমত হন। মিঃ সুগা চলতি মাসের শুরুতে কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শিনযো আবের করা একটি মন্তব্যের উদ্ধৃতি দেন। মিঃ আবে বলেন, বিশাল পরিমাণের প্লাস্টিক বর্জ্য জাপানের সমুদ্র উপকূলে ভেসে আসRead More **-------------**------------** Jun 1826আর্জেন্টিনার স্বপ্ন জিয়নের ম্যাচadmin June 26 আর্জেন্টিনার স্বপ্ন জিয়নের ম্যাচহতাশা ভুলে স্বরূপে ফেরার রসদটা কি পেয়ে গেলেন লিওনেল মেসি? রোববার ছিল বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকার ৩১তম জন্মদিন। এ উপলক্ষে সতীর্থ-ভক্তদের অভিনন্দন বার্তায় সিক্ত হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক; বন্ধু, সতীর্থদের কাছ থেকে পেয়েছেন প্রেরণাদায়ী বার্তা। তাতে আইসল্যান্ডের সঙ্গে ড্র ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ভরাডুবির হতাশা কিছুটা সময়ের জন্য হলেও নিশ্চয় ভুলে থাকতে পেরেছেন ফুটবল জাদুকর। এবার নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বিশ্ববাসীর কাছে আবারো নিজেকে মেলে ধরার পালা। বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে সেন্ট পিটার্সবার্গে আজ জিততেই হবে মেসিদের। শুধু জিতলেই অবশ্য হিসাবটা মিলে যাচ্ছে না, তাকিয়ে থাকতে হবে একই সময়ে রস্তভে অনুষ্ঠেয় আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। সেখানে আইসল্যান্ড জয়হীন থRead More **-------------**------------** Jun 1823এক গোলে দুই রেকর্ড গড়লেন নেইমারadmin June 23 এক গোলে দুই রেকর্ড গড়লেন নেইমারবাজে ধরণের ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে স্বরূপে দেখা দিতে পাচ্ছিলেন না ব্রাজিল সুপারস্টার নেইমার। অবশেষে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল শুক্রবার গোলের দেখা পেলেন তিনি। কোস্টারিকার বিপক্ষে ইনজুরি টাইমে কুতিনহোর গোলে এগিয়ে যাওয়ার পর জয়সূচক গোলটি করেন এই ২৬ বছর বয়সী তারকা। এই এক গোলেই তিনি দুটি দারুণ রেকর্ড গড়ে ফেললেন। 'ই' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে হেক্সা মিশনে থাকা ব্রাজিলকে ৯০ মিনিট আটকে রেখেছিল কোস্টারিকা। কিন্তু শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষণদুর্গ অটুট রাখতে পারেনি তারা। ম্যাচের ৯১ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন ফিলিপ কুতিনহো। টানা দুই ম্যাচে গোল করলেন এই বার্সা তারকা। এরপর ম্যাচের ৯৭ মিনিটে গোল করেছেন নেইমার। ওই গোলে একটি ব্যক্তিগত, অন্যটি ফুটবল বিশ্বকাপের রেকর্ড গড়ে ফেললেন বRead More **-------------**------------** Jun 1823এ যেন অচেনা আর্জেন্টিনাadmin June 23 এ যেন অচেনা আর্জেন্টিনাইমামুল হাবীব বাপ্পি : পুরো আর্জেন্টিনা তো বটেই, এমনকি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ভক্ত-সমর্থকদের প্রতিনিধি হিসেবে একবুক স্বপ্ন নিয়ে রাশিয়ার পা রাখেন লিওনেল মেসি। লক্ষ্য বিশ্বকাপ অতৃপ্তি ঘোঁচানো। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই হোঁচট খায় সেই স্বপ্ন। নিঝনি নভগোরোদে এসে পড়ল তা মুখ থুবড়ে। বিশ্বকাপে আর্জেন্টাইনদের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই; এখন তা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র উপর। কিন্তু কেন এমন হলো? আর্জেন্টিনা কি গ্রæপ পর্বেই বাদ পড়ার মত দল? যে দলে রয়েছেন মেসি-আগুয়েরো-ডি মারিয়া-দিবালার মত বিশ্বের সেরা সব তারকরা সেই দলে কি এমন সমস্যা ছিল যে খাঁদের কিনারে গিয়ে ঠেকেছে? আসরের দুই ম্যাচেই দলের প্রধান তারকা মেসি ছিলেন নিষ্প্রভ। কিন্তু কেন? এর উত্তর একটাইÑ হোর্হে সাম্পাওলি।Read More **-------------**------------** Jun 1821কম্পিউটার গেম মানসিক রোগ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কম্পিউটারে গেম খেলার প্রতি নেশাকে একটি মানসিক রোগ হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১তম ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজেস বা আইসিডিতে এটিকে ‘গেমিং ডিজঅর্ডার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত খসড়া দলিলে এই গেমিং আসক্তিকে বর্ণনা করা হয়েছে এমন এক ধরণের আচরণ হিসেবে, যা জীবনের আর সবকিছুর আকর্ষণ থেকে একজনকে দূরে সরিয়ে নেয়। বিশ্বের কিছু দেশে গেমিং আসক্তিকে ইতোমধ্যে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাজ্যসহ কিছু দেশে তো ইতোমধ্যে এর চিকিত্সার জন্য প্রাইভেট এডিকশন ক্লিনিক পর্যন্ত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯২ সালে সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজেস বা আই
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |