জাপানে অব্যাহত আছে তীব্র দাবদাহ
হাঁসফাঁস তোলা গরম জাপানের অধিকাংশ এলাকাকে আচ্ছাদিত করে রেখেছে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা আজ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছায়। আবহাওয়া এজেন্সি বলছে একটি উচ্চ-চাপ ব্যবস্থা পশ্চিম ও পূর্ব জাপানে ফোস্কা পড়া সূর্যতাপ নিয়ে আসে। মধ্য জাপানের গিফু জেলার গুজো শহরে দিনের তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রী। এই তাপমাত্রা এখন ১৯৭৮ সালে হিসাব গ্রহণ শুরু হওয়ার পর থেকে শহরে দুবার রেকর্ড করা হল। নাগোইয়া শহরে দিনের তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রিতে পৌঁছায়, কিওতো জেলার মাইযুরুতে তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রী, গুম্মা জেলার ইসেযাকিতে ৩৮.৬ ডিগ্রী এবং তত্তোরি শহরে ৩৮.২ ডিগ্রী। আজ ছিল জাপানের অংশ বিশেষে তাপমাত্রা ৩৮ ডিগ্রী ছাড়িয়ে যাওয়া পরপর নবম দিন। ২৩৭টি পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা আজ ৩৫ ডিগ্রীর বেশী রেকর্ড করা হয়, যে হিসাব হRead More
**-------------**------------**