ইউরোপের রাজা রোনালদো
আগের ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে স্পর্শ করেছিলেন। বুধবার মরোক্কোর বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে পুসকাসকে ছাড়িয়ে বনে যান ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। তিনি? কে আবারÑ ক্রিশ্চিয়ানো রোনালদো। এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অথচ পুরো ম্যাচে পর্তুগালকে ব্যস্ত থাকতে হয় নিজেদের রক্ষণ সামলাতেই। চলতি আসরে তার চতুর্থ ও ম্যাচের একমাত্র গোলে মরোক্কোকে বিদায় করে দিয়েছে রোনালদোর পর্তুগাল। ‘বি’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে একই ব্যবধানে পরাজিত হয় মরোক্কো। দেশের হয়ে ১৫২ ম্যাচে এটি ছিল রোনালদোর ৮৫তম গোল। একই সঙ্গে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার করা সর্বোচ্চ (৬) গোলের রেকর্ডেও ভাগ বসালেন রিয়াল মাদ্রিদ তারকা। আনRead More
**-------------**------------**