শিশুদের কান্না প্রতিযোগিতা
শিশুদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতে সুরুওকা শহরের শোনাই মন্দিরে, প্রতি বছর ৫ই মে শিশু দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম কান্না করা শিশুটি বিজয়ী হয়।
এবছরের প্রতিযোগিতায়, ৩ মাস থেকে ২ বছর বয়সী ১শ ৬২টি শিশু অংশগ্রহণ করে। শিশুদের ঐতিহ্যবাহী খাটো কোট এবং মাথায় ব্যান্ড বেঁধে সজ্জিত করা হয়। প্রত্যেকবার বাবা মায়ের কোলে চড়ে দুটি শিশু একযোগে রিংএ উঠে আসে।
একজন রেফারি চিৎকার করে প্রতিযোগিতা উদ্বোধন করেন। এরপর তিনি, কাঁদানোর জন্য নিজের মুখ শিশুদের কাছে নেন অথবা শিশুদের শরীরে ঝাঁকুনি দেন।
কিছু শিশুর, কান্নাকাটি না করে বা নিজেদের বাবা মাকে ছাড়তে অস্বীকৃতি জানানোর দৃশ্যটি দর্শকদের উল্লসিত করে।
৩১ বছর বয়সী একজন মা নিজের ১৬ মাস বয়সী সন্তানকে নিয়ে আসেন। এই মা, তাঁর সন্তানটি উঁচু স্বরে কান্না করে উল্লেখ করে সুস্বাস্থ্যের সঙ্গে সন্তানটির বেড়ে ওঠা কামনা করেন বলে জানান।