জাপানে পরপর ৩৮ বছর ধরে শিশু সংখ্যা হ্রাস
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়, চলতি বছরের ১লা এপ্রিল অনুযায়ী দেশে অনূর্ধ্ব ১৫ বছর বয়সী শিশুর সংখ্যা মোট ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার এবং এতে ছেলে শিশুর সংখ্যা প্রায় ৭৮ লাখ ৫০ হাজার এবং মেয়ে শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ ৮০ হাজার বলে জানায়।
উল্লেখ্য, এ সংখ্যা এক বছর আগের চেয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার কম।
প্রায় ৩০ বছর ধরে চলা হেইসেই যুগে, শিশুদের সংখ্যা প্রায় ৮০ লাখ হ্রাস পেয়েছে।
বর্তমানে জাপানের মোট জনসংখ্যার প্রায় ১২.১ শতাংশ হচ্ছে শিশু। গতবছরের তুলনায় এ সংখ্যা ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৪৫ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড স্থাপন করেছে।