বিশ্বের দ্রুততম এলগরিদম তৈরি করেছে তোশিবা
তোশিবা জানিয়েছে, কম্বিনেটোরিয়াল অপ্টিমাইজেশন বা সমাবেশের মধ্যে সর্বোচ্চ প্রত্যাশার ক্ষেত্রে এই এলগরিদম একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটা হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে অনেকগুলো সুযোগ থেকে সবচেয়ে কার্যকর সমাধানটি চিহ্নিত করা যায়।
কোম্পানিটি জানায়, এই সূত্র সামাজিক ও ব্যবসাক্ষেত্রের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে কার্যকর ডেলিভারি রুটের মানচিত্র তৈরি করা এবং নতুন নতুন ঔষধ আবিস্কারকে সহজীকরণ।
গবেষকদের ধারণা ছিল সমাবেশের মধ্যে সর্বোচ্চ প্রত্যাশা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে তথাকথিত কোয়ান্টাম কম্পিউটারের বিশাল গণনা করার ক্ষমতার প্রয়োজন হবে।
তবে তোশিবা বলছে, তাদের এলগরিদম সাধারণ মানের যন্ত্রে ব্যবহার করা যাবে এবং এটা হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারে যা করা সম্ভব তার চেয়েও ১০ গুণ দ্রুত।