জাপানের শিযুওকায় চেরি উৎসব শুরু

মধ্য জাপানের শিযুওকা জেলায় বার্ষিক একটি চেরি প্রস্ফুটন উৎসব শুরু হয়েছে।

আজ কাওয়াযু শহরে এই আয়োজন শুরু হয়।

শহরটিতে প্রায় ৮ হাজারের মত নির্দিষ্ট সময়ের চেয়ে আগে ফোটা চেরি ফুলের গাছ রয়েছে।
এক্ষেত্রে, সবচেয়ে জনপ্রিয় স্থানটি হচ্ছে কাওয়াযু নদীর তীর ঘেঁষে লাগানো সারি সারি চেরি গাছ সমৃদ্ধ একটি পথ।

নাগানো থেকে বেড়াতে আসা এক পরিবার গোলাপী রঙের ফুলের প্রশংসা করে জানায়, এত আগে চেরি ফোটা অবলোকনে তারা বিস্মিত।

আয়োজকরা বলছেন, আগামী প্রায় দশদিনের মধ্যেই চেরি গাছগুলোতে ফুলের পূর্ণ প্রস্ফুটন ঘটবে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত অব্যাহত থাকা এই আয়োজনে ১০ লক্ষের মত দর্শনার্থীর সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন।