তুরস্কে অভ্যুত্থান এরদোয়ানের সাজানো নাটক: গুলেন

তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন। এরদোয়ানের একসময়ের সহযোগী গুলেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রত্যাবর্তনের কোনো আদেশ জারি করা হলে তা পালন করবেন বলে রবিবার জানিয়েছেন গুলেন।
গেল শুক্রবার রাতে তুর্কি সামরিক বাহিনীর একটি অংশ অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করে। কিন্তু সামরিক বাহিনীর সব অংশ সমভাবে সাড়া না দেওয়ায় এবং এরদোয়ানের ত্বরিত পাল্টা পদক্ষেপে বিদ্রোহীদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
এই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট এরদোয়ান গুলেন ও তার নেতৃত্বাধীন হিজমেত আন্দোলনকে দায়ী করেন। ব্যর্থ অভ্যুত্থানের দায়ে গুলেনের বিচারের জন্য তাকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। অভ্যুত্থানের সঙ্গে গুলেনের জড়িত থাকার প্রমাণ দাখিল করতে পারলে গুলেনকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সেইলবার্গের বাড়িতে এক সংবাদ সম্মেলনে গুলেন বলেন, “সত্যিকার অর্থে প্রত্যাবর্তনের অনুরোধ নিয়ে আমি উদ্বিগ্ন নই।”
সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করার পর এ ঘটনায় জড়িতদের দমন করতে ব্যাপক অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

দেশ জুড়ে এ পর্যন্ত প্রায় ছয় হাজার জনকে আটক করেছে তুরস্ক। আটককৃতদের মধ্যে রয়েছে উচ্চপদস্থ সেনা সদস্যসহ দুই হাজার ৭০০ বিচারক। সেইসঙ্গে প্রায় সাত হাজার পুলিশ কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে দেশটিতে।