Posted by admin on July 18
Posted in Uncategorized
ভূমিকম্পে কাঁপল জাপানের পূর্বাঞ্চল
জাপানের পূর্বাঞ্চলে পাঁচ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে রাজধানী টোকিওর ভবনগুলো কেঁপে উঠেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও দেশটির কর্মকর্তারা।
রবিবারের এই ভূমিকম্পে কোনো সুনামির আশঙ্কা নেই এবং তাত্ক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উপকেন্দ্র টোকিও থেকে ৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের প্রায় ৪৪ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এনএইচকের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে টোকিওর ১২০ কিলোমিটার উত্তরে ইবারাকি প্রিফেকচারের টোকাই নাম্বার টু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। ২০১১ সাল থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন বন্ধ আছে। বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প হয়।