আরিফ মাহমুদ, টোকিও

জাপান প্রবাসীদের বিশাল শোক সমাবেশ

 

গুলশান এ ৭জন জাপানী হত্যাকান্ডের প্রতিবাদে জাপান প্রবাসীদের এক বিশাল শোক সমাবেশ ও মানববন্ধন ১০ জুলাই রবিবার,বিকাল ৩টায় প্রশান্ত মহাসাগরের তীরে চিবা কেন, শিমিজু ফুতামা ফ্লাওয়ার পার্ক, জাপান এ অনুষ্টিত হয়। ৭জন জাপানী হত্যার প্রতিবাদে ইসলামিক মিশন জাপানের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির এই শোক সমাবেশ ও মানববন্ধন এ জাপানিজ ছাড়াও বিভিন্ন দেশের প্রাবাসীরা অংশ নেন।

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি ও কমিউনিটি লিডার হাফেজ আলাউদ্দিন সভাপতিত্বে অনুষ্টিত শোক সমাবেশ এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী বংশোদভূত জাপানী নাগরিক আলি আহকাম লিখন,কমিঊনিটি লিডার সিরাজুল হক, ব্যবসায়ী আব্দুল মোমেন,সমবেদনা জানিয়ে বাংলাদেশ থেকে আগত কবি ও শিল্পী রিয়াদ হায়দারের স্বরচিত গান সবাইকে আরো বেশী শোকাহত করে তোলে।

শোক সমাবেশে বক্তারা দল ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে প্রবাসী বাংলাদেশী ও দেশের স্বার্থে বিচার বিভাগীয় আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে ৭ জাপানিজ সহ এই জঙ্গী হামলা ও এর নেপথ্যের নায়কদের খুজে বের করার জোর দাবী জানান।

দুই শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে জাপান প্রবাসীদের এই শোক সমাবেশে জাপানিজ ও ইংরেজী ভাষায় লিখা প্লেকার্ডে নিহতদের প্রতি সমবেদনা ও টেররিজমের বিরোদ্ধে অবস্থান সম্বলিত লিখা শোভা পায়। প্লেকার্ডে যা লিখা ছিল তা হলঃ

1. We deeply apologize for the accident happened in Bangladesh. バングラデシュで起こった事件について深く謝

罪します。

2. IS not representing Islam. ISはイスラム教を代表するものではありません。

3. Islam does not permit the killing of innocent people イスラム教は罪のない人々の殺害を許可して

いません。

4.Please submit the judicial investigation report to the Japanese government.日本政府に司法調査報

告書を提出してください。