আণবিক বোমার শিকার মানুষদের কাছে দুঃখ প্রকাশ করবেন না ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সপ্তাহে জাপান সফরে আসছেন। তার জাপান সফরের প্রাক্কালে তিনি এনএইচকে’র সাথে এক সাক্ষাৎকারে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট শনিবার ভিয়েতনাম’র উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন।
বুধবার তিনি ইসে শিমা’তে গ্রুপ৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন।
কেন তিনি হিরোশিমা সফরের সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্নের জবাবে ওবামা বলেছেন, হিরোশিমা সফরের জন্যে এটিই উপযুক্ত সময়।
তিনি বলেন “জি৭ সম্মেলন হিরোশিমা এবং শান্তি স্মারক পার্কের নিকটেই অনুষ্ঠিত হবে। আমার প্রথম জাপান সফরের সময়ে আমি বলেছিলাম আমি এ নিয়ে চিন্তা করছি এবং আমি এই সফরে আগ্রহী। আমার হাতে (মেয়াদ উত্তীর্ণ হতে) আর মাত্র কয়েকমাস বাকী, তাই আমার মনে হলো এখন এই সফরে যাওয়ার জন্যে উপযুক্ত সময়।”
ওবামা বলেন “আমার উদ্দেশ্য কেবলমাত্র অতীত স্মৃতিচারণ নয়, বরং যুদ্ধে দু’পক্ষেরই অনেক নিরিহ মানুষ প্রাণ হারিয়েছেন, আমাদের উচিত শান্তি ও সংলাপের জন্যে সব কিছু করার চেষ্টা করা।”
ওবামা বলেন, আণবিক বোমায় বেঁচে যাওয়াদের প্রতি তিনি দুঃখ প্রকাশ করে কোনো বার্তা দেয়ার তার অভিপ্রায় নেই।
তিনি বলেন “আমার মনে হয় এটা উপলব্ধি করা উচিত, যুদ্ধের মধ্যে নেতৃবৃন্দ সব ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। এ সম্পর্কে প্রশ্ন করা এবং পরীক্ষা করা হলো ঐতিহাসিকদের বিষয়। কিন্তু সাড়ে সাত বছর এই আসনে বসার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি নেতাদেরকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বিশেষ করে যুদ্ধের সময়।”