জাপানি পাসপোর্টের নক্সা পাল্টাচ্ছে
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টের ভেতরের পৃষ্ঠা গুলোর নক্সা পাল্টে ফেলার পরিকল্পনা করেছে। বর্তমানে ভিসা’র পাতায় কয়েক শতাব্দীর পুরোনো কাঠ খোদাই করে মাউন্ট ফুজির দৃশ্য প্রিন্ট করা রয়েছে।
মন্ত্রণালয় বলেছে নতুন পাসপোর্ট গুলো ১৮শ শতাব্দীর শেষের দিক থেকে শুরু করে ১৯শ শতাব্দীর গোড়া পর্যন্ত উকিয়ো-এ শিল্পী কাৎসুশিকা হোকুসাই’র মাউন্ট ফুজি’র ৩৬ রকম দৃশ্য থেকে ২৪টিকে অন্তর্ভুক্ত করা হবে।
এগুলো ভিসা পাতার পটভূমি হিসেবে থাকবে, যেখানে কোনো দেশে প্রবেশ বা বেরিয়ে যাওয়ার স্ট্যাম্প দেয়া থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ভাবে পাসপোর্টের বৈশিষ্ট্যে পরিবর্তন এনে থাকে যাতে পাসপোর্টের নকল তৈরি করা সহজ সাধ্য না হয়।