কিউশুতে প্রায় ১০০ ভূমিধসের ঘটনা

জাপানের ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ভূমিকম্প উপদ্রুত কিউশু অঞ্চলে প্রায় ১০০টির মতো ভূমিধসের ঘটনা ঘটেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন চাক্ষুষ পরিদর্শনের মাধ্যমে পরিস্থিতি যাচাই এবং আকাশ থেকে তোলা ছবির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রস্তুত করা হয়েছে।

তারা বলেছেন সোমবার পর্যন্ত কুমামোতো প্রিফেকচারে ৬৯টি এবং ওইতা প্রিফেকচারে ১৪টি ভূমিকম্প আঘাত হেনেছে।

মিনামিআসো গ্রামে ২৮টি ভূমিধস হয়েছে এবং আসো শহরে ৯টি ভূমিধসের ঘ্টনা ঘটেছে।