মহান স্বাধীনতা দিবস, উদযাপন করলো আওয়ামী লীগ, জাপান শাখা

গত রোববার ২৭ মার্চ বিকেলে টোকিওর তাবাতা শিনকিউশিৎসু কাইকানে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা মহান স্বাধীনতা দিবস ও ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ছালেহ মোঃ আরিফ।

খন্দকার আসলাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যেমঞ্চে উপস্থিত ছিলেন, সনত বড়ুয়া। বক্তৃতা পর্বে অংশগ্রহণ করেন -আব্দুর রাজ্জাক, জহিরুল হক, কামরুল ইসলাম লিপু, চৌধুরি রহমান লিটন, শাহ আলম, হারুনুর রশিদ, আতোয়ার হোসেন, জাকির জোয়ার্দার।মাসুদুইর রহমান, সোহেল রানা, রাসেদ মাজিদ, মুক্তা চৌধুরি, শহহিদুর এরহমান হিরু, মোতালেব শাহ প্রিন্স, খোকন কুমার নন্দী, সলিমুল্লাহ কাজল, মোল্লা ওয়াহিদুর রহমান প্রমুখ।

আমন্ত্রিত বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী ইনসানুল হক, জুয়েল এম কিউ।

বক্তারা ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনের আলোকে দিন গুলোর বিশেষ তাৎপর্যের উপর আলোচনা করেন।

জাপান সফররত হংকং আওয়ামী লীগের জনাব আবেদিন। অনুষ্ঠানে তিনিও বক্তব্য রাখেন। তিনি হংকং আওয়ামী লীগের পক্ষ থেকে জাপান প্রবাসীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সভাপতি ছালেহ মোঃ আরিফ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।