ফুকুশিমা প্ল্যান্টের মাটি জমাট বাঁধানো শুরু করেছে টেপকো

পারমাণবিক দুর্ঘটনার শিকার ফুকুশিমা দাইইচি পারমাণবিক চুল্লীর পরিচালনাকারী সংস্থা নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন পেয়ে চুল্লীর চারপাশের মাটি জমাট বাঁধানো শুধু করেছে। টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকো বরফের দেয়াল তৈরি করে ভূগর্ভস্থ পানিকে ৪টি পারমাণবিক চুল্লীর দিকে প্রবাহিত হওয়া থেকে প্রতিহত করবে ফলে জলাধারে তেজস্ক্রিয় পানি ধরে রাখার পরিমাণ হ্রাস পাবে।

ইউটিলিটি গত বুধবার নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটি বা এনআরএ’র কাছ থেকে মাটি হিমায়িত করার অনুমতি পায়। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার থেকেই মাটি জমানোর কাজ শুরু হতে পারে। ভূগর্ভস্থ পানির প্রবাহের কারণে প্ল্যান্টে তেজস্ক্রিয় দূষিত পানির পরিমাণ ক্রমেই বাড়ছে।

মাটি জমানোর কাজ সম্পন্ন হলে, অন্যান্য সব ব্যবস্থা মিলে প্রতিদিন জমিয়ে রাখা ভূগর্ভস্থ পানির পরিমাণ ৪০০ টন থেকে কমে ৫০ টনে নেমে আসবে। মাটি জমাট বাঁধানোর কাজ শুরু হওয়ার ৪৫ দিনের মধ্যেই তা ভূগর্ভস্থ পানির প্রবাহ ঠেকাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

দু’বছর কাজ করার পর গত মাসে টেপকো ভূগর্ভস্থ মাটি জমাট বাঁধানোর সিস্টেমটির নির্মাণ কাজ সম্পন্ন করে।