আযানের সময় বক্তৃতা বন্ধ রাখলেন মোদী
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি- বিজেপির পক্ষে প্রচারণা করতে এসে আযানের শব্দ শুনে বক্তৃতা বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতার সময় মোদী যখন তৃণমূল ও বামফ্রন্টের সমালোচনা করছিলেন ঠিক তখনই কিচ্ছুক্ষণের জন্য বক্তৃতা বন্ধ রাখেন তিনি।
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিএনআর ময়দানে এ ঘটনা ঘটে। আজান চলাকালে জনসভায় উপস্থিত লোকজন তাকে বক্তৃতা চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও হাত উঠিয়ে তাদের শান্ত থাকতে বলেন মোদী।
এসময় তিনি বলেন, ‘ক্ষমা করবেন। আমার কারণে কারো প্রার্থনায় কোনো সমস্যা হওয়া উচিত নয়, তাই আমি কয়েক মিনিট অপেক্ষা করছি।’
বিজেপিবিরোধী অনেক নেতারই দাবি, রাজ্যে মুসলমান সংখ্যালঘুদের ভোটে ভাগ বসাতেই মোদীর এই নীরবতা। সাম্প্রদায়িকতার দায়ে অভিযুক্ত এই দলটিকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায় সাধারণত এড়িয়ে চলে। তবে গত জাতীয় নির্বাচনে চিরাচরিত হিন্দুত্ববাদকে বাদ দিয়ে উন্নয়নের স্লোগান তুলে ক্ষমতায় আসে বিজেপি।