স্কুলে হাজির দশ ফুটি কুমির!
শিক্ষার্থীরা ক্লাসে ঢোকার আগ মুহূর্তে দেখল স্কুলের সামনে বসে আছে বিশাল এক কুমির। এই দৃশ্য দেখে যে যেদিকে পারল দৌড়াতে শুরু করল।
খবর পেয়ে স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরাও সন্তানদের জন্য উদ্বিগ্ন হয়ে ছুটে এল। এত লোক দেখে কুমিরটিও এদিক সেদিক দৌঁড়াতে শুরু করল। স্কুল কর্তৃপক্ষ উপায় না দেখে চিড়িয়াখানায় ফোন করে। সেখান থেকে লোক এসে কুমির ধরে চিড়িয়াখানায় নিয়ে যায়। ঘটনাটি শুক্রবার ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের একটি স্কুলে। কুমিরটি ধরার পর দেখা গেছে এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। অভিভাবকরা ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমে কুমিরটির ছবি প্রকাশ করেছে।