জাপানে আত্মহত্যার হার হ্রাস পেয়েছে
গত বছর জাপানে আত্মহননকারীর সংখ্যা পুনরায় হ্রাস পয়েছে। এই নিয়ে টানা ৬ বছর এই হার পড়তিমুখী থাকলো। ২০১৫ সালে পরে যাওয়ার হার ছিলো ৫.৫ শতাংশ।
২০১১ সলের মহাভুমিকম্প ও সুনামির পর আত্মহননকারীর সংখ্যা ২২ থেকে বেড়ে ২৩ এ উঠে গেছে।
ফুকুশিমা পারমাণবিক দুর্র্ঘটনা কে কেন্দ্র করে অপসারণ সহ বিভিন্ন কারণে আত্মহননকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী পরিষদ সচিবালয়ের একজন কর্মকর্তা বলেছেন “মানুষ এ ভাবে থাকতে থাকতে পীড়িত বা বিচ্ছিন্ন হয়ে পড়েও নিজের জীবন সংহারের পথ বেছে নেয়।