দারুন ব্যস্ত নতুন বুলেট
জাপানের বুলেট ট্রেনের সর্বশেষ সংযোজনের এক বছর অতিক্রান্ত হয়েছে, টোকিও থেকে হোকুরিকু’র মধ্যে চলাচলকারী ট্রেনটি প্রত্যাশার অধিক যাত্রী আকর্ষণ করতে সক্ষম হয়েছে। যাত্রী সংখ্যা বেড়েছে তিন গুন।
গত সোমবার হোকুরিকু শিনকানসেন এর প্রথম বছর পূর্তি হলো, পূর্ব জাপান রেলওয়ে এবং পশ্চিম জাপান রেলওয়ে যৌথ ভাবে লাইনটি পরিচালনা করছে। ট্রেনটি টোকিও’র সাথে ইশিকাওয়া প্রিফেকচারের রাজধানী কানাজাওয়া’কে সংযুক্ত করেছে। এখন মাত্র আড়াই ঘন্টার মধ্যেই দু’শহরের মধ্যে যাতায়াত করা সম্ভব।
“প্রথম বছরের যাত্রা ছিলো খুব মসৃন” জে আর পশ্চিম এর প্রেসিডেন্ট সেইজি মানাবে বলেন।
ধারণা করা হয়েছিল প্রথম বছর পূর্ববর্তী ১২ মাসের তুলনায় যাত্রী সংখ্যা দ্বিগুন হবে, কিন্তু যাত্রী সংখ্যা বাড়তেই থাকলো এবং তা প্রত্যাশিত মাত্রার তিন গুন হয়ে দাঁড়ালো ৯০ লক্ষে। মানাবে বলেন দ্বিতীয় বছরেও অনুরূপ যাত্রী তারা আশা করছেন।