ঘাম থেকে চার্জ নেবে স্মার্টফোন!

পরিশ্রমের কাজ করেতে গেলে আমাদের কম বেশি সবারই ঘাম ঝরাতে হয়। ঘাম নিয়ে আবার অনেকের বিরক্তিরও শেষ নেই। কিন্তু আপনি অবাক হলেও সত্যিই যে, এই ঘাম থেকেই স্মার্টফোনে চার্জ দেয়া যাবে।
সম্প্রতি এক দল গবেষক জানিয়েছেন, এক ধরনের বিশেষ ট্যাটুর মাধ্যমে তারা স্মার্টফোন চার্জের প্রযুক্তি আবিষ্কার করেছেন। এই প্রযুক্তি ঘাম থেকেই শক্তি সঞ্চয় করে থাকে।
যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তারা এমন একটি ট্যাটু বানিয়েছেন যা শরীরে লাগানো থাকলে ঘাম থেকে চার্জ নিতে পারবে স্মার্টফোন।
গবেষণাটির প্রধান জোসেফ ওয়াং জানিয়েছেন, মানুষ যখন কাজ করে ঘর্মাক্ত হয় তা থেকেই ব্যক্তিগত ডিভাইসের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ বা চার্জ সংগ্রহ করা সম্ভব।
তিনি জানান, তারা আপাতত একটি অস্থায়ী ট্যাটো সেন্সর বানিয়েছেন যা শরীরের ঘাম এবং রক্তের ধারা থেকে ল্যাকটিক অ্যাসিডের রাসায়নিক লবণ সংগ্রহ করবে। এরপর এটি ল্যাকটিক অ্যাসিড থেকে ইলেকট্রনগুলোকে আলাদা করবে, যা স্মার্টফোনকে চার্জ করতে যথেষ্ট।
এমনকি, ডাক্তাররাও এর সাহায্যে শরীরের ল্যাকটিক অ্যাসিডের মাত্রা নির্ণয় করতে পারবেন।
গবেষক দল ট্যাটু সেন্সরটিতে জুড়ে দেয়ার জন্য একটি বায়ু ব্যাটারি বানিয়েছেন, যা কিছুটা বিদ্যুৎ জমা করে রাখতে পারবে। প্রতি মুহূর্তেই এই সেন্সরগুলো কয়েক মাইক্রোওয়াট বিদ্যুৎ সংগ্রহ করে।
গবেষণায় দেখা গেছে, একটি স্মার্টফোন প্রতি দুই মিনিটে ৭০ মিলিওয়াট বিদ্যুৎ সংগ্রহ করতে পারে। আর এই স্মার্ট ট্যাটুটি এর কিছু অংশ দিতে পারে।
গবেষকরা বলছেন, তারা ট্যাটুটির মাধ্যমে আরো বেশী বিদ্যুৎ ধারণক্ষম করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।